আমাদের কথা খুঁজে নিন

   

অন লাইনে বসে আছি

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

(জি মেইলে বসে থাকতে থাকতে লেখা) খোলা জানালা আমার পৃথিবীর দিকে তাকিয়ে আছে উন্মুক্ত মনের আকাশ। আমি অপেক্ষায় বসে আছি অনলাইন কখন নক করে কাছের মানুষ জিজ্ঞেস করে - কেমন আছো!! আমি বসে থাকি আমার কাছের মানুষগুলো সবুজ হয় আমি অপেক্ষায় থাকি আবার লাল হয়ে ঘুমিয়ে যায় তারা কিংবা ফ্যাকাশে হয়ে সরে যায় দূরে আরো দূরে। আমার প্রত্যাশায় ছেদ পড়ে। সময় বড় তারাতারি চলছে একবারও কারো পানে তাকানোর সুযোগ দিচ্ছে না কাউকে এটাই হয়তো অজুহাত। অথবা হতে পারে আরো বড় কিছু হয়তো অতটা কাছের নই কেউ কারো যতটা ভাবছি কিংবা ভেবেছিলাম। দূরত্ব আর দূরত্ব , সময়ের আর সম্পর্কের তবুও অনলাইনে বসে থাকি সুবজ লাল কিংবা ফ্যাকাশে হওয়া দেখি আর নিজে বেদনায় নীল হই। ক্লিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।