আমাদের কথা খুঁজে নিন

   

কিছু শর্টকার্ট কি

আমি ব্লগিং,চ্যাটিং,ওয়েব ব্রাউজিং ইত্যাদি ও নতুন বন্ধু বানাতে পছন্দ করি।

কাজের প্রয়োজনে প্রায় সময়ই দ্রুত কাজ করার জন্য প্রয়োজন পড়ে শর্টকার্ট কি-র। দ্রুত কাজ করার জন্য শর্টকার্ট খুবই প্রয়োজনীয়। জেনে নিন কিছু প্রয়োজনীয় শর্টকার্ট কি... Alt + Tab: সু্‌ইচ ছাড়া এপ্লিকেশন খোলা Alt + Esc: সুইচ ছাড়া টাস্কবারের কাজ F2: আইকনের নাম পরিবর্তন F3: ডেস্কটপে কিছু খোজা F4: ব্রাউজিং অবস্থায় ড্রাইভ খোলা F5: কন্টেন্ট রিফ্রেস করা Alt + Print Screen: চলতি প্রোগ্রামের স্ক্রিন শট নেয়া Ctrl + Alt + Del: উইন্ডোজের টাস্কম্যানেজার আনা Ctrl + Esc: স্টার্ট ম্যানু খোলা Alt + F4: চলতি প্রোগ্রাম বন্ধ করা Alt + Enter: ড্রাইভের প্রোপ্রাটিজ খোলা Shift + F10: ডান মাউসের সিলেক্ট করা আইটেম খোলা Shift + Del: ফাইল পুরোপুরি মুছে ফেলা Ctrl + F4: প্রোগ্রামের উইন্ডো বন্ধ করা Alt + F: চলতি প্রোগ্রামের ফাইল ম্যানু খোলা Alt + E: চলতি প্রোগ্রামের এডিট ম্যানু খোল F1: সকল প্রোগ্রামের জন্য সাহায্য Shift + Home: বর্তমান অবস্থান কে শুরু থেকে হাইলাইট করা Shift + End: বর্তমান অবস্থান কে শেষ থেকে হাইলাইট করা Ctrl + f: একসাথে একটি শব্দ বামে নেয়া Ctrl + g: একসাথে একটি শব্দ ডানে নেয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.