আমাদের কথা খুঁজে নিন

   

আজ রবিবার এবং কয়েকটি প্রশ্ন



আজ সকালে এক জায়গায় যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। সময় সকাল ৯ ঘটিকা। বাস স্ট্যান্ড এ মানুষ দেইখ্যা আমার বেহুশ হয়া যাওয়ার মত অবস্থা। হায়রে মানুষ...... মনে হয় সবাই আজ এইখানে চলে এসেছে। মতিঝিল যাওয়ার জন্য মানুষ মনে হয় পাগল হ্য়্যা গেছে।

সি.এন.জি অটো নিতে চাইলাম, ওরা আমার পকেটের সমস্ত টাকা চেয়ে বসল! যাই হোক দীর্ঘ সময় অতিবাহিত করার পর, রেসলিং প্লেয়ারদের মত অনেক কসরত করে বাসে উঠলাম। এই বার শুরু হইল জ্যাম। এবং অনেক আনন্দ(!) পাওয়ার পর আমি আমার গন্তব্যস্থলে যাইতে পারলাম। প্রতি রবিবার একই অবস্থা। কিন্তু সপ্তাহের অন্যান্য দিন রাস্তা মুটামুটি ফাকা।

ভাই বেরাদারগো জিগাইলেই কয় "আরে মিয়া আইজকা ছপ্তাহের প্রথম দিন, সবাই কাম কাজে যায় হের লাইগ্যা মানুছ-জনতো একটু বেছি হইবই" সবার কাছে আমার একটি প্রশ্ন " যারা চাকুরি করে তারা কি রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন অফিসে যায় না? "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।