আমাদের কথা খুঁজে নিন

   

রোজ নামচার পাতা থেকে


দেব ও দানবের দ্বন্দ্ব চিরন্তন। দেব-দানবের মিশেলেই এ মানব জীবন। তাই সুর-অসুরের দ্বন্দ্ব সদাই মানব মনে। আমার ইচ্ছে করছে সব কিছু দুমড়ে মুচড়ে শেষ করে ফেলতে। জানিনে কার উপর এ আক্রোশ-- নাকি নিজের উপরেই! শালা ইডিয়ট ... Good for nothing. What will you do in the rest of your life? You bloody fool ... coward!! রাবিশ! এসব কি লিখছি! এমনতরো ছন্দ পতন অর্থহীন। জীবন তো ছন্দময়-সুরসাগর। Periodic motion-এ ঘুরছে এ গ্রহ, সূর্যের উদয়-অস্ত, প্রাণীকূলের হার্ট-বিট, কঠিন অংকের বিশ্লেষণ, অণু-পরমাণুর বিন্যাস সবই তো ছন্দময়। ব্যক্তি জীবনে তাহলে কেন এ ছন্দপতন! নাকি এই ছন্দ পতনেও রয়েছে বিশেষ এক ছন্দ-- আধুনিক কবিতার মতোন অনুভবে অনুমেয় যা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।