আমাদের কথা খুঁজে নিন

   

জল জঙ্গলের কাব্য



জলজ বনজ খেলা সুজন সুপান্থ পাতাঝরা দিনে জলের ছন্দে পাতারাও নেচে ওঠে উত্সবে। জলের সাথে পাতারাও তুলে যায় কালাংড়া তাল। জল-পাতার সে তাল কখনো কখনো উন্মাতাল হয়ে যায়। জল রুপোলী থেকে আরও রুপোলীতর হলে জেগে ওঠে পাতাদের দৈহিক কামনার আঁচ-সঙ্গত নিজেদের পতনের কথা ভেবেই পাতারা আছড়ে পড়ে জলের দেহলোকে। ঘুমন্ত জলও কামবতী যুবতীর মতো তোলে কামছন্দ। জলের দেহে উথাল-পাতাল ঢেউ। সুতরাং শুরু হয়ে যায় জলজ-বনজ খেলা। পতিত পাতায় ভর করে সম্মুখে ভেসে চলে জলের কৌমার্য। প্রতি পাতাঝরা দিনে জল আর বনে দেখি এ উত্সবের মহা আয়োজন-ছাইতান গাছের ছায়ায় বসে করি নিজের স্বস্ত্যয়ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।