আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের/সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার

I I love you so much that words can't explain this joy that I have for you. When I am at the weakest point of my life you are there encouraging me to run this race because I am not only cause you are there with me. You are on my mind day and night. Whe

উবুন্টুতে মিডিয়া কোডেক গুলো প্রথম থেকই না দেয়া থাকার কারণে এবং সফটওয়্যার সংগ্রহের প্রয়োজনে প্রথমেই দরকার হয় একটা ইন্টারনেট কানেকশন । ইন্টারনেট থাকলেই উবুন্টুর আসল মজাটা বুঝা যায় । এমন সিকিউর আর টেনশনবিহীন ইন্টারনেট ব্রাউজিং লিনাক্স ছাড়া আপনাকে আর কে দেবে বলুন ? ইন্টারনেট কানেকশন ২ রকমঃ ১. মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশন ২. ব্রডব্যান্ড কানেকশন মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশনঃ ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীরভাগই মোবাইল বা মোডেম দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন । উবুন্টুতে মোবাইল ইন্টারনেট ডিভাইসগুলোর সাপোর্ট খুব ভালো । যদাও মেক্সিমাম মোডেম উইন্ডোসকে টার্গেট করে বানানো হয় কিন্তু উবুন্টুর ডেভেলপাররা ব্যাপারটা খুব ভালো করেই সামলে নিয়েছেন ।

আর কিছু ডিভাইস যাও সমস্যা করে সেগুলোরও ব্যবস্থা হয়ে গেছে । এবার আসি কিভাবে কনফিগার করবেন এই বিষয়ে - আপনার মোবাইল বা মোডেমটি লাগাবেন । মোবাইল অবশ্যই পিসি-স্যুইট মোডে লাগাবেন । লাগানোর পরপরই New Mobile Broadband Device Found নামে একটা উইন্ডো পাবেন । Forward করুন ।

যদি এমন উইন্ডো না পান তবে নেটওয়ার্ক আইকনে ক্লিক করুন আপনাকে দেশ সিলেক্ট করতে বলবে – Bangladesh সিলেক্ট করে Forward করুন GrameenPhone , BanglaLink , Aktel , Warid যেটা ব্যবহার করেন সেটা সিলেক্ট করে Forward করলেই কানেকশন চালু হয়ে যাবে । পরের বার চালু করতে উপরে নেটওয়ার্ক আইকনটাতে ক্লিক করুন – ব্যস হয়ে গেল কিছু বিশেষ কেস যেমন জিপির নতুন মোডেম ( পুরানোটা এমনি কনফিগার হয় ) , সিটিসেল জুম মোডেম, সিটিসেল জুম আল্ট্রা মোডেম এর ক্ষেত্রে একটু আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে । এগুলো নিয়ে একসময় লিখেছিলাম – তাই যে চাকা আবিষ্কার হয়ে গেছে তা আর আবিস্কার করে লাভ নাই । নীচের লেখাগুলো দেখুন - উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার(Click or Copy&Paste this link)-------- Click This Link উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার-------- Click This Link উবুন্টু ৯.১০ এবং মিন্ট ৮ হেলেনাতে সহজে সিটিসেল ZTE 880+ মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার ( WVDIAL ছাড়া , সরাসরি নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে)------ Click This Link ব্রডব্যান্ড কানেকশন ব্রডব্যান্ড সাধারণত দুই রকম হয় – ১. পিপিপি ( যেখানে ইউজারনেম পাসওয়ার্ড শুধু দিতে হয় – আইপি এড্রেস বা এমন কিছু দিতে হয় না ) ২. ম্যানুয়াল ( যেখানে আইপি , সাবনেট মাস্ক ইত্যাদি বসিয়ে কানেকশন করা হয় ) ১. পিপিপি কানেকশনঃ ( গ্রাফিক্যালি ) এটা কনফিগার করা খুবই সোজা । System-> Preference -> Network Connections এ যান ।

DSL ট্যাবে যান Add এ দিন । একটা নতুন উইন্ডো আসবে । Connection name এ নাম দিন ; Username , Password দিন – যদি সার্ভিস নেম লাগে তবে তাও দিন Apply করে বরিয়ে আসুন । যদি স্টার্টআপের সময় অটো কানেকশন স্টার্ট করতে চান তবে Connect Automatically তে ঠিক দিয়ে দেবেন । আরো যদি এক্সট্রা কোন সেটিং থাকে যেমন ডিএনএস , প্রোভাইডার ম্যাক এড্রেস এগুলো দেবার অপশন বাকি ট্যাগগুলোতে পাবেন ।

তবে পিপিপি কানেকশনে সাধারনথ এসব থাকে না । ২. পিপিপি কানেকশনঃ ( কমান্ড লাইন ভিত্তিক ) গ্রাফিক্যালি অনেকসময় অনেক প্যারামিটার বাদ থেকে যায় – তাই কানেক্ট হয় না । এই দিক থেকে টারমিনাল বেসড এইটা খুবই ভালো । সাধারনত কোন প্যারামিটার বাদ না পড়ায় সবসময়ই কানেক্ট হয় । টারমিনাল খুলে কমান্ড দিন – sudo pppoeconf আপনার পিসিতে থাকা সবগুলো ইথারনেট ইন্টারফেস দেখাবে – সাধারনত eth0 তে কানেক্ট করা থাকে ধাপে ধাপে যা যা চায় সব দিন সব ঠিক থাকলে পিসি চালু হলেই কানেকশন চালু হবে যেকোন সময় কানেকশন চালু করতে টারমিনালে কমান্ড দিন – sudo pon ; বন্ধ করতে কমান্ড দিন – sudo poff ৩. আইপি , ম্যাক বসিয়ে ম্যানুয়ালি কনফিগারঃ এইটা অনেক সোজা – শুধু প্রোভাইডারের কাছ থেকে প্যারামিটার গুলো জেনে নিয়ে যায়গা মত বসিয়ে দেবেনঃ System->Preference->Network Connections এ যান ।

Wired ট্যাবে যান । Add বাটনে ক্লিক করে নতুন কানেকশন ডায়ালগ খুলুন । Wired connection 1 এর বদলে কানেকশনের একটা নাম দিন । Mac Address এর যায়গায় ফিজিকাল এড্রেস: aa-bb-cc-dd-ee-ff এমন কিছু একটা হবে ipv4 settings এ যান । Method হিসেবে Manual নির্বাচন করুন ।

Addresses এর পাশের Add বাটনে ক্লিক করুন । Address এর ঘরে আই পি এড্রেস দিন । Netmask এ আপনাকে দেয়া নেটমাস্ক দিন Gateway তে দিন আপনার গেটওয়ে দিন DNS Servers এর ঘরে আপনাকে দেয়া ডি এন এস সার্ভার এড্রেস দিন ব্যস কানেকশন কনফিগার হয়ে গেলো । যদি আপনার কানেকশনে প্রক্সি সেটিং করতে হয় তবে নীচের মত করুন - System->Preference->Network Proxy তে যান । Manual Proxy Configuration সিলেক্ট করুন ।

Use the same proxy for all protocols এর চেকবক্সটা চেক করে দিন । HTTP Proxy এর বক্সে আপনার HTTP প্রক্সি এড্রেস লিখুন Port এ পোর্ট এড্রেস দিন Apply System Wide ক্লিক করে Close দিয়ে বেরিয়ে আসুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।