আমাদের কথা খুঁজে নিন

   

১ মেসি বনাম ১১ মেসি = ৪, এটাতো তুলনা মুলক ভাবে অনেক কম। (রি।)

Still student

১) ৯০ মিনিট খেলা শেষে অতিরিক্ত টাইম মাত্র ১মিনিট দেখে নিশ্চয়ই মেরাডোনা বাবু হাফ ছেড়ে বেচেঁছেন, কারণ যেই ভাবে আক্রমনের পর আক্রমন হচ্ছিল তখন অতিরক্ত সময় যদি ৫ মিনিট দেয়া হতো তাহলে হয়তো আরো দু'এক গোল হয়েই যেত। বাছাই পর্বে বলিভিয়ার সাথে ছয় গোল খেয়েছি, তাই বলে কি বিশ্বাকাপের মত আসরে ৬ গোল খাওয়া কি শুভা পায়। তাহলে মরতে মরতে বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেই যে ভাল হত। ২) মেসি যেই খেলা খেলে মেসি হল, এত নাম কুরালো, ছোট মেরাডোনা হলো, তার চেয়ে অনেক ভাল খেলল জার্মানির প্রত্যেকে। তাহলে হিসেবে হয় ১১ মেসি বনাম ১ মেসি।

(না কি, মেসি ভাল খেললে মেসি, অন্যরা ভাল খেললে আলু )। সেই ক্ষেত্রে অনেকে দাবি করতেই পারে, এটা কেমন বিচার। ১১ বনাম ১। ৩) দল এক হালি খেললেও তেভেজের দৌড়াদৌড়ি ও রাগের সাথে চিৎকার সবারই মন কেরেছে। ৪) আমি একটা জিনিস মিস করবো নেক্সট ম্যাচ গোলোতে, সেটা হলো- মেরাডোনার লাল কার্ড।

আমার খুব ইচ্ছা ছিল, মেরাডোনা বাহিরে অতিরিক্ত লাফালাফির কারণে লাল কার্ড খাবেন। সেটা আর দেখা হলো না। ৫) মেরাডোনা না কি দলকে চ্যাম্পিয়ন করতে না পারলে, কোন বেতন ভাতাই নিবে না। কাজেই তার পাওনা টাকা ভাগ বাটোয়ারা করার সময় আমার ভাগটা সুরক্ষিত চাই। ৬) আমাগো কাকাকে আরেকটা লাল কার্ড দিচ্ছি, তার অমন ভাবে কুনু দিয়ে গুতা মারার জন্য।

কিন্তু আজ মেসি শেষ মুহুর্তে যে আরেক জনের থুরার উপর পারা দিয়ে দাড়িয়ে যেতে চাইল, সেটা কারো নজরে লাগল না। (হয়তো তারা হেরেছে বলেই কারো নজরে লাগে নাই) ৭) ১ম গোল বাদে পরের যে তিন গোল খেলো মেসি বাহিনী, সেটাকে কি হিসেবে আখ্যায়িত করব বুঝতেছিনা। খাটি বাংলায় বললে বলতে হবে মাইনকা ডস দিয়ে মাইনা গোল। এমন চমৎকার পাসের গোল খুব কমই দেখা যায়, তাই এই সুযোগ গুলো মিস করতে চান নি, মেসি বাহিনীর রক্ষন ভাগের পেলিয়ার গুলো। তাই শুধু চেয়ে চেয়ে দেখলো।

৮)বিশ্বকাপের আমেজ অনেকটাই শেষ হয়ে গেলো। ৯) ইউরুপিয়ানদের কুসংস্কার বেরে গেলো, কোন মহান বিজ্ঞ এক অক্টোপাস সাহেব নাকি বলেছিলেন, আজ জার্মানী জিতবে, জিতেও গেল। ১০) বাজিগররা বাশ খেলো। ১১)বাংলাদেশ স্বাধিন হলো। ১২) সমবেদনা জানাতে ভয় লাগে, শেষে যদি বলে উঠে, কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছি।

তারপরও সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা সমবেদনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।