আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় নিতে হয় দুঙ্গার ব্রাজিল দলকে দুঃখ পেয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

দৰিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ব্রাজিল দলের বিদায়ে গভীর দুঃখ পেয়েছেন ব্রাজিল রাষ্ট্রপতি। আর সব ব্রাজিলিয়ানের মতো ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও একজন ঘোর ফুটবলপ্রেমী। এবারের দৰিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নেয়ার জন্য ব্রাজিল দল যখন দেশত্যাগ করে তখন তিনি বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদেরকে বিদায় জানিয়েছিলেন। তাদের জন্য শুভ কামনা করেছিলেন যেন বিশ্বকাপ নিয়েই দল দেশে ফিরতে পারে।

কিন্তু কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয় দুঙ্গার ব্রাজিল দলকে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা আর সব ব্রাজিলিয়ানদের মতোই টিভির সামনে বসে স্বদেশের খেলোয়াড়দের লড়াই দেখছিলেন। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ান এবং দ্র্বত সবার আড়ালে চলে যান। ব্রাজিলের প্রেসিডেন্সি ক্যাবিনেটের প্রধান গিলবার্তো কারভালহো পরে সংবাদ মাধ্যমকে জানান যে প্রেসিডেন্ট গভীর দুঃখ পেয়েছেন। তিনি এক পর্যায়ে বাকর্বদ্ধ হয়ে যান।

এবং কাউকে কিছু না বলেই দ্র্বত একা হওয়ার জন্য চলে যান। প্রেসিডেন্ট লুলার গতকালই আফ্রিকা সফরে রওনা হওয়ার কথা। এ সফরটি আয়োজনের পেছনে আরেকটি কারণও ছিল। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে সশরীরে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ যোগানোর ভাবনা ছিল তার। কিন্তু তার সে আশা আর পূরণ হল না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.