আমাদের কথা খুঁজে নিন

   

গান লিখলেন হুমায়ূন আহমেদ



মাঝেমধ্যে হুমায়ূন আহমেদ গানও লিখে ফেলেন। সাধারণত নিজের ছবির প্রয়োজনেই লিখেন। তাঁর লেখা 'শ্রাবণ মেঘের দিন' ছবির 'একটা ছিল সোনার কন্যা', 'দুই দুয়ারী' ছবির 'মাথায় পরেছি সাদা ক্যাপ' এবং 'চন্দ্রকথা' ছবির 'ও আমার উড়াল পঙ্খি রে' গানগুলো ভীষণ জনপ্রিয় হয়েছিল। এবার অন্যের ছবির জন্য গান লিখলেন হুমায়ূন আহমেদ। নঈম ইমতিয়াজ নেয়ামূলের 'এক কাপ চা' ছবির জন্য 'লিলুয়া বাতাস' শিরোনামে একটি গান লিখেছেন তিনি।

গানটির সুর করবেন ইমন সাহা। তবে কে গাইবেন, তা এখনো ঠিক হয়নি। এ মাসেই গানটির রেকর্ডিং হবে। গানটির সঙ্গে কণ্ঠ মেলাবেন ছবির প্রধান পাত্র-পাত্রী ফেরদৌস-মৌসুমীসহ কোরাস দল। কলকাতার বাসু চ্যাটার্জির চিত্রনাট্য নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে।

আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে বলে প্রযোজক সূত্রে জানা গেছে। তথ্যসূত্র : http://www.kalerkantho.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।