আমাদের কথা খুঁজে নিন

   

চারটি বছর কেটে গেল

কলপনার মাঝে ভেসে আছি

চারটি বছর কেটে গেল, অদূরে চাঁদের হাসি, মিষ্টি মেঘের খেলা অপারে নিরুপমার মনমাঝারের ভেলা তটিনীর হরেক রকম রঙ্গিন ঢেউয়ের মেলা দেখতে দেখতে পাড় করেছি এমনিভাবে , সকাল থেকে সারা বেলা । চারটি বছর কেটে গেল কত রোদ কত ঝড় বয়ে নিয়ে চলেছি একেলা পথ পানে চেয়ে কেবল বাজিয়েছি সুরের বেহুলা । চারটি বছর কেটে গেল, এবার এল অভিমানের পালা জানো ! হাজারো লোকের হাজারো ভিড়ে কেউ বলেছে আসবে না আর ফিরে, দু-চারটি হলেও কথা বলতে না তো তুমি শত লোকের শত কথায় পুড়ে জ্বলেছি আমি । চারটি বছর কেটে গেল তোমার আসার সময় হল, এবার তোমায় দিব না কোথাও যেতে হারিয়ে যাব দুজন দূর অজানাতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।