আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে Argentina VS Germany মুখোমুখি।

সাংবািদ েকর স্বাধীনতা চাই।

তিন বারের চ্যম্পিয়ান Germany ,এবং দুই বার চ্যম্পিয়ান Argentina আজ মুখোমুখি হছ্ছে। এর আগে এ দু দল ১৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আটটিতে জিতেছে Argentina এবং পাঁচটিতে Germany বকি পাঁচ ম্যচ ড্র হয়েছে। Argentina গোল করেছে ২৫ টি আর Germany গোল করেছে ২৩ টি।

এতে Argentina এগিয়ে থাকলেও বিশ্ব কাপে পিছিয়ে আছে ম্যারডনার দল। বিশ্ব কাপে Argentina Germany এর সাথে মুখোমুখি হয়েছে পাঁচ বার তার মধ্যে একটিতে Argentina এবং দুটিতে Germany জয় পেয়েছে। বাকি দুটি ম্যচ ড্র হয়েছে। ১৯৫৮(Germany-৩VSArgentina-১),১৯৬৬(Germany-০ VS Argentina-০) ,১৯৮৬(Germany-২ Vs Argentina-৩) ,১৯৯০(Germany-১ VS Argentina-০) ,২০০৬(Germany-1 VS Argentina-1)। এ ছিলো বিশ্বকাপের ম্যচগুলো।

সবশেষে কথা হলো আজকে কে কি করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।