আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি চমক মুভির রিভিউ (ডাউনলোড লিঙ্ক সহ)

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

( নিচে যে ছবি গুলার কথা বলব, সেগুলোর নাম আমি দিয়েছি চমক মুভি , কারন এই মুভিগুলোর শেষ পর্যন্ত আপনি আসল কাহীনি ধরতে পারবেন না , এবং শেষের চমক কাটতে প্রচুর সময় লাগবে । ) The Sixth Sense (1999) : ডাউনলোড লিঙ্ক টরেন্ট লিঙ্ক স্টেজভু লিঙ্ক ব্রুস উইলিসের আসাধারণ একটি মুভি দ্যা সিক্সথ সেন্স । ম্যালকম ক্রো ( ব্রুস উইলিস ) একজন মানসিক ডাক্তার । ভিনসেন্ট গ্রে নামের এক রুগির চিকিৎসা করতে ব্যার্থ হন তিনি । তারপর এক দুর্ঘটনায় তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নস্ট হয়ে যায় ।

একই বাসায় থাকেন কিন্তু কথা হয় না দুজনার । এরপর আবার একই রকম এক রুগির দায়িত্ত পান ম্যালকম ক্রো । কোল সেয়ার ( Haley Joel Osment ) নামের এই রুগি মৃতদের দেখতে পায়, তারা তার কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে আসে । ম্যালকম ক্রো সিদ্ধান্ত নিলেন এই বার যে করে হোক তাকে সুস্থ করবে । ছবিটার শেষের চমক আমাকে নির্বাক করে দিয়েছিল ।

আপনাদের অবশ্যই ভাল লাগবে । The Prestige (2006) : তথ্য জানতে ডাউনলোড লিঙ্ক, মিডিয়াফায়ার লিঙ্ক টরেন্ট লিঙ্ক রবার্ট এঙ্গিয়ার (Hugh Jackman) এবং আলফ্রেড বোরডেন ( Christian Bale ) দুইজন ম্যাজিসিয়ান । জাদু দেখানোর সময় বোরডেন এর এক ভুলের কারনে এঙ্গিয়ার এর স্ত্রী মারা যায় । এরপর থেকে শুরু হয় দুইজনের শত্রুতা । বোরডেন একটি ম্যাজিক ট্রিক আবিস্কার করে তো তা সবার সামনে ভুয়া প্রমান জন্য উঠে পরে লাগে এঙ্গিয়ার ।

আবার এঙ্গিয়ারের নতুন ট্রিক সফল হতে দেন না বোরডেন । এর মাঝে তাদের দুজনারই রয়ে যায় অনেক অজানা ব্যাপার । এঙ্গিয়ারকে মারার দায়ে ফাঁসি হয় বোরডেনের । কিন্তু দুইজনের কেঊই মরেননি । ছবিটার পরিচালক ক্রিস্টফার নোলান ( দ্যা ডার্ক নাইট এর পরিচালক ) ভাল না লাগার তো প্রশ্নই আসে না , একবার দেখা শুরু করলে শেষ না করে আর উঠতে পারবেন না, আর ছবির শেষে চমক তো রয়েছেই ।

সবাইকে দেখার আমন্ত্রন রইল । The Illusionist (2006) : তথ্য জানতে ডাউনলোড লিঙ্ক টরেন্ট লিঙ্ক স্টেজভু লিঙ্ক ছোট বেলায় থেকেই জাদু ছিল আইসেনহাম ( Edward Norton ) এর শখ । তার জাদু দেখার জন্য সোফির সাথে নিয়মিত দেখা হত তার । কিন্তু পারিবারিক কারনে তাদের দেখা বন্ধ করে দেয়া হয় । এরপর আইসেনহাম ১৫ বছর নানান দেশ ঘুরে ঘুরে জাদু দেখান আর শিখেন নতুন ট্রিক , তারপর আবার ফিরে আসেন নিজ এলাকায় ।

সোফি ততদিনে প্রিন্সের বাগদত্তা । জাদু দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দেন , আর পরিচিতি লাভ করেন ইলুসনিস্ট হিসাবে । কিন্তু তা প্রিন্সের সহ্য হয় না । বন্ধ করে দেয়া হয় তার জাদু প্রদর্সনী । প্রেমিকাকে ফিরে পাওয়া এখন অসম্ভব ।

আর এই অসম্ভবকে সম্ভব করার জন্য তাকে দেখাতে হবে বাস্তব জাদু । এই ছবিটার শেষে চমক বললে ভুল হবে, আমি শক খেয়েছিলাম । দারুন লাগবে আপনাদের । আর ফাইট ক্লাব এর নায়ক Edward Norton এর অভিনয় ও আপনাদের ভাল লাগবে । সবাই দেখবেন আশা করি ।

আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট একত্রে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।