আমাদের কথা খুঁজে নিন

   

YOUTUBE থেকে ভিডিও নামান MP3 ফরমেট এ

মানুষ মাত্র ভুল

গান শুধু মনকে প্রশান্তিই দেয় না, গান মানুষকে ভাবতে শিখায়, ভালবাসতে শিখায়। যুগ যুগ ধরেই আমরা গান শুনে আসছি। আগে যেখানে ছিল কলের গান, এখন তেমনি ডিজিটাল ফরমেট এ গান। গান আগে ছিল বিশাল প্লেট সদৃশ ডিস্ক এ আর এখন বহনযোগ্য। এই বহন যোগ্য গানের বিশাল ভান্ডার ইন্টারনেট থেকে নামানো যায় MP3 ফরমেট এ।

বাংলা বা হিন্দি গান খুব সহজে নামানো গেলেও ইংলিশ গানের শ্রোতাদের একটা আক্ষেপ ই রয়ে গেছে। ইংলিশ গানের MP3 সেভাবে ইন্টারনেট এ পাওয়া যায় না। তাই নিরভর করতে হয় YOUTUBE নামক ভিডিও আদান প্রদানের সাইটের ওপর। কিন্তু এখানেও হেপা। গান নামে তবে তা ভিডিও ফরমেট এ।

FLV ফরমেট এ নামানো গানকে MP3 বানানো যা তা কথা না ! কমপক্ষে ২ টা সফটওয়ার এ দিয়ে তারপর MP3 বানানো যায়। কিন্তু এখন আর এত হেপা পোহানোর প্রয়োজন নেই। আপনার YOUTUBE এর ভিডিও গানগুলোকে আপনি সরাসরি MP3 ফরমেট এ ডাউনলোড করতে পারবেন। কোনো সফটওয়ার ইন্সটলেশনের ও প্রয়োজন নেই। যেখানে একটা ভিডিও ৪০ -৫০ মেগা হয় সেখানে MP3 হয় মাত্র ৫ -৬ মেগা।

এজন্যে আপনাকে যা করতে হবে – প্রথম পদ্ধতি /strong>  YOUTUBE এ আপনার পছন্দের গান টি সিলেক্ট করে দেখতে থাকুন। এবার এড্রেস বারের লিঙ্কটা কপি করুন।  এবার নিচের লিঙ্ক এ যান। http://www.youtube-mp3.org  এখানে ডিফল্ট হিসেবে একটা লিঙ্ক দেয়া আছে, সেটি মুছে আপনার ভিডিও এর লিঙ্ক দিন।  Convert Video তে ক্লিক করুন, ভিডিও আপনা আপনি MP3 তে কনভারট হবে।

 এবার ওপরে গানটি MP3 হিসেবে ডাউনলোড করার অনুমতি চাইবে। Download MP3 তে ক্লিক করে সেভ করার জায়গা টি দেখিয়ে দিন।  এবার উপভোগ করুন MP3 ফরমেট এ আপনার প্রিয় গান। দ্বীতিয় পদ্ধতি /strong>  http://www.youtube-mp3.org/ এ যান। দ্বীতিয় লাইন এ ই Firefox এবং Chrome এর জন্যে Addon পাবেন।

সেখানে ক্লিক করে Addon গুলো activate করুন।  আপনার ব্রাউজার restart করুন। এবার YOUTUBE এ যান। আপনার প্রিয় গানটি প্লে করুন। এবার দেখবেন ভিডিও এর ঠিক ওপরেই SUBSCRIBE এর পাশে Download MP3 নামে একটা অতিরিক্ত বাটন যুক্ত হয়েছে, যা আগে ছিলো না।

এখানে ক্লিক করুন।  নতুন Window ওপেন হবে। এখানে ভিডিও টি আপনা আপনি MP3 তে Convert হবে।  এবার ওপরে গানটি MP3 হিসেবে ডাউনলোড করার অনুমতি চাইবে। Download MP3 তে ক্লিক করে সেভ করার জায়গা টি দেখিয়ে দিন।

 এবার উপভোগ করুন MP3 ফরমেট এ আপনার প্রিয় গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।