আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় লাবণী !



প্রিয় লাবণী ! ভালবাসা কেন মেঘের মতো উড়ে উড়ে যাবে? সে তো উড়ে উড়ে আসেনি আমার আকাশে। যার সৃষ্টি মৃত্তিকার গহ্বরে সে বৃক্ষ কেন মাটির টান ভুলবে? সৃষ্টি সুখের উল্লাস কাটিয়ে বায়ুমন্ডলের আলো বাতাসে রোদ বৃষ্টির মত , বৃষ্টির সারা শরীর যতই ছুঁয়ে যাক মাটিকে কি সে ভুলতে পারে? আমাকেই যে ভালবেসেছে প্রান খোলা হাসি আর বাঁধভাঙ্গা দুচোখের অশ্রুতে যার চোখে চোখ রেখে আজীবন অবিচ্ছিন্ন থাকার যে পন আমি করেছি,তার সবই কি মিছে হয়ে যাবে কোন দুবির্নীত দুরাত্নার তথাকথিত আপোষ রফায়? সমঝোতা যেথায় বড় হয়ে উঠে,হৃদয় সেথায় পালিয়ে বেড়ায়,সমাজ সেখানে উঁকি মারে। এটাই তো আধিপত্যবাধ,পুজিঁবাদের,অত্যাচারের চিরন্তন স্বরুপ। ভালবাসাকে অবরুদ্ধ করে রাখা এই যেমন-জোর করে তোমাকে একটা বিয়ের গাড়ীতে উঠিয়ে দেয়া,কাবিন নামায় সই করানো,গর্ভধারন করানো,তোমার অনভ্যস্ত দেহে গ্রাম বাড়ীর উঠোনে ধান মাড়ানো কিংবা বছরের পর বছর ধরে যেমন ‘জিনাহ’ করা এই সবই হলো ভালবাসার বিপক্ষে নির্মম অত্যাচার। আবার যে জিনিসটা সবার অলক্ষ্যে পড়ে থাকে,মানিয়ে যাওয়া বা নেওয়া বলে সকলে ভুল করে যেমন-যৌনানন্দ,পোশাক আশাক,খাবার দাবার দাওয়াত টাওয়াতের উচ্ছ্বাস,জমিজমার মালিকানা বানানো,দায়িত্বশীল করে গড়ে তোলা,অধিনস্তদের মুরুব্বি করিয়ে ভুয়া মর্যাদার আসন দান কিংবা অসুখ বিসুখের শশ্রুষা,বাচ্চা-কাচ্চার সেবা যত্ন,ভুয়া এসব কৌশলী কর্মকান্ডে এই যে ভালবাসার ক্ষয় সাধন এটাই আমার মনে হয় ভালবাসার বিপক্ষে ভালবাসাহীনদের বড় অত্যাচার।

লাবণী জানতাম আজ রাতে ঘুমোতে পারবনা। কিন্তু জানতাম না যে জাগতেও পারবনা। যে আনন্দে তোমার গত কয়েকদিন কেটেছে, হারামজাদার অবরুদ্ধ গৃহ হতে মুক্তি,আমাদের প্রেমের তীর্থস্থান গমন প্রভৃতি সত্যিই যেন তোমাকে আমার সান্নিধ্যে এনে দিয়েছিল এবং তা আরো বেশি কষ্ট বাড়িয়ে দিয়েছিল তোমার ফিরে যাওয়াকে। যদি আর ফিরে না যেতে,যদি ফিরে যেতে না দিতাম। আমি জানিনা,খুব জানতে ইচ্ছে করে শুধু আমাকেই ভালবাসবে? লাবণী! ইচ্ছে করছে না লিখতে।

কষ্ট হচ্ছে। ভীষন। বুকটা ফেটে যাচ্ছে। কী করছ তুমি দেখতে ইচ্ছে করছেনা। জানতে ইচ্ছে করছেনা।

বুঝতে ইচ্ছে করছেনা। কেন শুধু ভাবতে পারিনা তুমি দাঁড়িয়ে আছো কোন একটা চারতলা ভবনের ছাদের কিনারায় ,আমি কেল্লার কুঠুরিতে। আমার মনের পোড়া ছাই উড়তে উড়তে কোন এক অন্ধকার কালো অন্ধর মহলে প্রবেশ করে আর দুচোখে কান্না নিয়ে ফিরে আসে। প্রিয় লাবণী! চাইলে খুব বেশি বড় কিছু নয় । না চাইলে হিমালয়ের চেয়েও বড় কঠিন; তুমি ভালবাসবে কী???????? রাত ১১.১৫/১১-৬-২০১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.