আমাদের কথা খুঁজে নিন

   

এক গ্রুপের হাহুতাশ আরেক গ্রুপের উল্লাস= ফলাফল আইক্কা ওয়ালা বাঁশ

নিজেকে হয় নাই চেনা

নিজামী, মুজাহিদ, সাইদী দের গ্রেপ্তার করার পর ব্লগের চেহারা যা তা এক বাক্যে বলতে গেলে আমার পোস্টের নামের প্রথমাংশই মনে হয় যথেষ্ঠ। আর বাকীটুকুর মাজেজা কুন হালায় বুঝবো আবার কুনো হালায় বুঝবো না আবার কুনো কুনো হালায় না বুইঝাই ফাল পারবো। গোড়া থেকে শুরু করে দেখি যে কারনে গ্রেফতারঃ মুল কারন এই বাক্য খানা- "মহানবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তার ওপর অত্যাচার করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তেমনি নিজামী সাহেবের বিরুদ্ধেও মিথ্যাচার করা হচ্ছে। " এই বাক্যের ব্যখ্যা আপনাদের যার যার হাতে তুলে দিলাম।

যে যেভাবে দেখতে চান সে সেভাবে ইচ্ছে মত এর ব্যক্ষা করতে পারবেন। নিরপেক্ষ বা পক্ষ বলে পানি ঘোলা করার ইচ্ছা আমার নেই। কারন অনেক আবোল তাবোল বকে সব শেষে প্রত্যেকেই একটা না একটা পক্ষেরই লোক। তাই বলবো you will see exactly what you want to see. আসুন আরেকটা বাক্য নিয়ে কথা বলা যাক, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা গত ১৬ এপ্রিল একটি বিদেশী সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে সিইসি বলেছেন, ''সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন খোদ আল্লাহতায়ালা নেমে আসলেও কিছু করতে পারবে না।

'' উপরের বাক্যটির সাথে নীচের বাক্যটির তুলনা করুন। রেজাল্ট আমার জানার কোন দরকার নেই। ওটা আপনার হাতেই থাক। কারন আবারও আপনি যেটাকে মহা অপরাধ বলে দেখতে চান সেটাই ঘুরে ফিরে আপনার সিধ্যান্তে ফুটে উঠবে। এবার আসুন পরবর্তী বাক্যটি নিয়ে কথা বলা যাক এইচ টি ইমাম এক সেমিনারে বলেছিলেন “বাংলাদেশে ইসলাম টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ আর এই ইসলামের প্রবর্তক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” আমার প্রশ্নের উত্তর দিন বাংলাদেশে ইসলাম আওয়ামী লীগ, বিম্পি, জামাত যেই টিকাক আমার কোন সমস্যা নাই কিন্তু ইসলামের প্রবর্তক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানটা আবার কেডা? এবার একজন নতুন খলিফাতুল মুসলিমিনের কথায় আসা যাকঃ জনৈক লেখক হায়দার আলি খান একটা বই লিখেছেন।

বইয়ের শিরোনাম বংবন্ধু খলিফাতুল মোমেনিন। বইটির মোড়ক উম্মোচন করেন আইন মন্ত্রী কামরুল ইসলাম। বইয়ে বলা হয় বংবন্ধু মুসলিম দুনিয়ার নেতা ছিলেন। তিনি খাটি মুসলিম ছিলেন । ইসলামের জন্য তিনি কাজ করেছেন।

ইত্যাদী ইত্যাদী। উপরের কথাগুলোর উপর ভিত্তি করে কিছু কথা বলতে চাই। আমি না হয় আবাল তাই বুঝতে পারি না কোনটা গুরুতর অপরাধ বা শিরক অথবা ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার জন্য অভিযুক্ত কিন্তু ব্লগের শত শত জ্ঞানীরা কি আমার মত আবাল হইয়া গেলেন? এখন এর সাথে রাজাকার, আল্বদর, যুদ্ধাপরাধীর বিচার কথাগুলো জুড়ে দিলেই হল, সকল বাক্য উক্তি ও প্রকাশনা গুলো আড়ালে পড়ে যায় আর নিজামীর কথা আগে চলে আসে। ভাল কথা, কি বালের যুদ্ধাপরাধীর বিচার যে আপনারা করবেন তা তো দেখতেই পারতেসি, যেভাবে যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধে রুপ নিসে সেভাবে রাজাকার দেশপ্রমিকে রুপ নিবেনা তা কি করে ভাবতে পারেন আপনারা?? যেদিন যুদ্ধাপরাধীর বিচার সুষ্ঠভাবে শেষ করতে পারবেন সেদিন আওয়াজ দিয়েন। চোরেও শুনে ধর্মের কাহিনী আর লীগও করবে যুদ্ধাপরাধীর বিচার ।

আপনারা ফাও পেচাল পারেন আর নন ইস্যু নিয়া রাজনীতি করেন আর অন্যদিকে সাধারন জনগনের পুটকি দিয়া আইক্কা ওয়ালা বাঁশ হান্দিতে থাকুক। আপনাদের একজনও কি এই স্বপ্নটা দেখার সাহস রাখেন যে আমরা সবাই একছাদের নিচে এক পতাকাতলে মিলে দেশটার জন্য কাজ করব? প্রত্যেকেরই কিছু না কিছু ভুল আছে আমরাকি সেগুলো ভুলে এক হতে পারি না? কোন দেশ নিয়ে গর্ব করেন আপনি? এই দেশের রেপুটেশন বহির্বিশ্বে কতটা নীচে খবর রাখেন কিছু? আগে কি আমরা আমাদের দেশের হারানো মান উদ্ধার করার কাজে নিজেদের নিয়োজিত করতে পারি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।