আমাদের কথা খুঁজে নিন

   

কিছু সুখ আর কিছু কষ্টের স্মৃতি যা কখনো একাকীত্বে আনন্দ দেয়,কখনো অশ্রু ঝড়ায়,কখনো কাউকে বলা যায় আবার কখনো কাউকে বলা যায় না।

মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা

আজ আমার মনটা খুব খারাপ। কেন?বলবো কী? বলে ফেলি........ আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা । আর ,শোশমিতা আমাকে মনে করিয়ে দিলো, কি ভাবে জানেন .......। যখনই শোশমিতার লিখা [আজ আমার মন খারাপ]পড়লাম তখনমনে পড়ে গেলো আমার মন খারাপের কথাগুলো ,তাই ব্লগের কবিদের সাথে শেয়ার না করে পারলাম না । আমার এক বোন ছিল,বোন ছিল ভালোই ছিল।

সে কখন যে কি ভাবে ফ্রেন্ড হয়ে গেলো তা ভাবতেই পারিনি। আজ আমার মন খারাপের কারনটা হলো সে ফ্রেন্ড তিন-চার মাসের জন্য সাত সমুদ্র তের নদীর ওপাড়ে চলে যাচ্ছে আমাকে ছেরে। সে আর আমি একই সুতোয় গাথা। সব সময় দুজন একি সাথে বেড়াতে যেতাম। যেখানে যেতাম সবাই বলতো জমজ বোন নাকি আমরা।

সবার কথা শুনতে খুব খুব ভালোলাগতো। আসলে আমরা জমজ না। কিন্ত আজ আমি ওর সাথে যেতে পারছিনা তাই আমার খুব মন খারাপ। খুব কাদঁতে ইচ্ছে করছে। কয়েক দিন আগে আমার জীবনে এক অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছিলো এবং আমার স্বপ্নের সাথে ও খুব আনন্দে উল্লাসিত ছিলো।

হটাৎ করে এক দিন এসে বললো সে টিকেট করেছে বেড়াতে যাওয়ার জন্য। শুনা মাত্র আমার মনটা খুব খারাপ হয়ে গেলো। যখনই বলতো চলে যাচ্ছে তখনই আমি ভাবতাম আমার স্বপ্নের সুখ থাকে ছারা কি ভাবে সইবো। আমি থাকে বলতাম না ভাবতাম যদি সে মন খারাপ করে ফেলে। আমি সুখে-দুখে তাকে শেয়ার না করে তাকতে পানিনা।

যাই হোক আমার স্বপ্নটা সত্যি হলোনা। হটাৎ করে ভেন্গে চুরমার হয়ে গেলো। জানি ও যাচ্ছে বেড়াতে স্বামীর সাথে। আনন্দে থাকার কথা কিন্ত আমাদের কে ছাড়া আনন্দের চাইতে কষ্ট টা বেশি ওর বুকে। মানুষের যখন কষ্ট আর আনন্দ এক সাথে আসে তখন কষ্টের উজন হয়ে যায় ভারি তখন আনন্দ আর আনন্দ থাকে না হয়ে যায় অন্য কিছু ........।

তাকে খুব ভালোবাসি ,চলে গেলে খুব মিস করবো। কিছু সুখ আর কিছু কষ্টের স্মৃতি যা কখনো একাকীত্বে আনন্দ দেয়,কখনো অশ্রু ঝড়ায়,কখনো কাউকে বলা যায় আবার কখনো কাউকে বলা যায় না। তবে দোয়া করি তার ভ্রমন যেনো আনন্দময় হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।