আমাদের কথা খুঁজে নিন

   

খাঁ খাঁ শুন্য ধুলোর ঝড়ে, পাইনা খোঁজে কোন অবয়ে ।। বিশ্বাস করেন এইডা রাইসুল সাগরের সিরিয়াস প্রেম কাব্য।।উৎসর্গঃ সামু ব্লগের সব ব্লগারদের যাদের অনূপ্রেরনায় এই আমি।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। হাজার ফুলের পাপড়ি মেলে সকাল যখন হেসে উঠে রাত্রি তুমি বিদায় নিলে একলা পাখির কষ্ট ভুলে। । বাঁধনহারা সময় শুরু কষ্ট নীলে হৃদয় পুরু। ।

কথাছিল বন্ধু তুমি আসবে নাকি ঠিক দূপুরে ভালোবাসার পসরা সাজাই তাইতো আমি হৃদয়পুরে । । সপ্ন বেচার ফাঁক-ফোকরে তাকাই যতই পথের পরে খাঁ খাঁ শুন্য ধুলোর ঝড়ে পাইনা খোঁজে কোন অবয়ে । । দূপুর গিয়ে বিকেল এলে প্রহর শেষের আলোর খেলে আঁধার নামে চুপটি করে ক্লান্ত আমি ঘরে ফিরে তোমার কাজল চোখটা ভেবে সপ্ন সাজাই নতুন করে।

। আঃটঃ সিরিয়াস কবিরা মাফ কইরা দিয়েন। আর আমি খুবই অনিয়মিত ভাবে লগইন করি। যদিও অফলাইন এ ব্লগ পড়ি সব সময়। তাই হয়ত কোন মন্তব্য এলে উত্তর দিতে দেরি হলে কেউ আমার উপর রাগ করবেন না।

আর জানেনতো উন্মাদ এর উপর রাগ করে লাভকি। আর যারা আমার রম্য পড়ে অভস্থ তারা টাসকি খাইয়েন না, আমিওতো মানুষ যতই উন্মাদ হই না কেন আমারোত সিরিয়াস ববিতা থুক্কু কবিতা লেখতে মন চায়। শুভকামনা সবার জন্য। উৎসর্গঃ সামু ব্লগের সব ব্লগারদের যাদের অনূপ্রেরনায় এই আমি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।