আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের আগেই বিড়াল মারুন (১৬+)

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
প্রিয় ব্লগার ভাই বোন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি....... আমরা সবাই জানি যে বিড়াল মারতে হয় বিয়ের পরে.... কিন্তু বিয়ের আগে এ আবার কোন বিড়াল মারতে চাচ্ছি এমন প্রশ্ন সবার মনে জাগতেই পারে....। আর যারা বিয়ে বা অন্য কোন উপায়ে নিজের জীবনের সাথে অন্য একজনকে জড়াতে প্রস্তুত হয়েছেন তাদের জন্য বেশি প্রয়োজনীয় পোস্ট । বিয়ে সংসার সন্তান জন্মদান ও বংশবিস্তার সর্বজন স্বীকৃত প্রকৃয়া । সেটেল ম্যারেজ কিংবা ভালবাসার সম্পর্কের মাধ্যমে বা জোর করে যে ভাবেই বিয়ে করুন না কেন আপনাকে এই বিড়াল আগেই মারতে হবে । যদি তা না করেন তাহলে আপনার জীবনেও বিশাল এক ক্ষতি হয়ে যেতে পারে.।

বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য যেমন- যোগ্যতা , গুণাবলী , আর্থিক সঙ্গতি বা শালা শালী যে দিকেই নজর দেন না কেন আপনাদের প্রথম এবং প্রধান কাজ হল বিবাহ পূর্ব স্বাস্থ্য পরীক্ষা । ছেলে বা মেয়ের যদি কোন জটিল সমস্যা থাকে তবে তা বিয়ের আগেই সারিয়ে নেওয়া জরুরি.। তাছাড়া একজন পুরুষের যদি কোন সমস্যা থাকে তবে একজন নিষ্পাপ , সুস্থ মেয়ে কে বিয়ে করে তাকে সারা জীবন নিঃসন্তান ভাবে আবদ্ধ করে রাখার কোন যুক্তি নেই....। আর এমনিতেই ছেলেরা প্রচুর রাফ ইউজ করে তাদের সেক্স পাওয়ার নষ্ট করে । আর সমাজে এই সব কারণেই পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে ।

চিকিৎসাবিজ্ঞান বলে, থ্যালাসেমিয়া নামক রোগের শতকরা ৫০ ভাগ মায়ের বংশ থেকে আর বাকি ৫০ ভাগ আসে বাবার বংশ থেকে । মা ও বাব উভয়েই এই রোগের বাহক হলে ২৫ শতাংশ শিশু রোগাক্রান্ত হবে , ৫০ শতাংশ এই রোগের বাহক হবে , আর বাকি ২৫ শতাংশ সুস্থ হবে,। আর যদি (RH+ve) বাহক পুরুষের সাথে (RH-ve) বাহক মেয়ের বিয়ে হয় তবে তাদের সন্তান গর্ভে থাকা অবস্থায় এন্টিজেন বৃদ্ধি পায় এবং দুটি বিপরীতধর্মী এন্টিজেনের কারণে গর্ভে থাকা অবস্থায় অথবা শিশু জন্মের পর মারাত্মক রক্ত শূন্যতায় আক্রান্ত হয়ে মারা যায় । তাই বিবাহ পরবর্তী জীবনেও এমন হাসি খুশি মাখা সংসার গড়তে সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য বিয়ের আগেই বিড়াল টা মারুন .... মানে বিবাহ পূর্ব স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা করিয়ে নেন .., প্রয়োজনে প্রেম করার শুরুতেই প্রিয় মানুষকে নিয়ে এক সাথে বিড়ালটি মারুন.....। ভাল থাকুন সুন্দর থাকুন ..... আর বিয়ের আগে এবং পরে সঠিক নিয়ম মেনে বিড়াল মারতে থাকুন...।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।