আমাদের কথা খুঁজে নিন

   

আয়েশা বেগমের এই কান্না আসল না নকল?



আয়েশা বেগমের এই কান্না আসল না নকল? এ নিয়া সন্দেহ আছে। ছোট্ট শিশু সামিউলকে হত্যার সঙ্গে আরিফের + সামিউলের সত্যিকারের মা!ও জড়িত ছিলো। এ নিয়ে আমরা সামুতে আমরা অনেক ঘৃনা প্রকাশ করেছি । আজ সত্যি হলো আরিফের স্বীকার উক্তিতে। আরিফের মতে...‘এশা (আয়েশা হুমায়রা) আমাকে বলে, “ছেলেটা বাড়াবাড়ি করছে।

বাবাকে বলে দেবে বলে আমাকে ব্ল্যাকমেইল করছে। ” ...১৯ জুন রাতে আমি সামিউলের গলা টিপে ধরি। এশা এ সময় সামিউলের পা ধরে রাখে। গলা টেপার পরও তার মৃত্যু না হওয়ায় বালিশ চাপা দেই। সামিউল মারা যায়।

...আমি ওই রাতে ছাদে চলে যাই। পরদিন ওই ভবন থেকে বের হই। ...আমার ধারণা, এশা পরে লাশটি ফ্রিজে রেখে দেয় এবং সুবিধাজনক সময়ে রাস্তার পাশে ফেলে আসে। ’ এরাও তাহলে মা। সমস্থ মা জাতিকে হেট করে দিয়েছে।

এর বিচারের রায় হওয়া উচিৎ আরিফের মত ১০০ জনের মধ্যে ছেড়ে দেয়া......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।