আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনার ফরোয়ার্ড দাবানলে জার্মানী !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

ব্লগে কিছু্ আজাইরা আর্জেন্টিনা বিরোধী পোষ্ট করে, অপ:প্রচার করা হচ্ছে । জার্মান ঝড় আবার কি? ফরোয়ার্ডে আর্জেন্টিনা জার্মান থেকে ১০ গুন শক্তিশালী । তথ্য > Click This Link জার্মানীল মুওলার, লিখটেনষ্টাইন কি খেলে জানা আছে । Click This Link কম্পেয়ার করার ওয়েব সাইট দিয়ে দিলাম । ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ যেখানে >>>> প্রথম স্থান অধিকারী FIFA World Player of the Year ২০০৯ লিওনেল মেসি ও ২০০৭-০৮ এ ২য় স্থানের অধিকারী ।

ফিফা Young Player of the Year ২০০৬-০৮ পর্যন্ত মেসীই নির্বাচিত হয় । ২০০৯ ফিফা Young Player of the Year Sergio Agüero. ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ ¢ তো উপরের তথ্যের মিলানো যোগ্য কোন জার্মান নাম গন্ধই নাই । আর লিওনেল মেসীর কেস্ট্রল ইনডেক্স Statistics 8.69 -- আর বর্তমান Germany স্টার Miroslav Klose কেস্ট্রল ইনডেক্স Statistics 6.29 Lukas PODOLSKI 7.93 Thomas MUELLER 8.88 Bastian SCHWEINSTEIGER 8.62 কিন্তু উপরের এই খেলোয়াড়রা খুব কমই শট করেছে । -- এ তো গেল উপরের জার্মানদের বধ করার প্রধান অস্ত্র মেসীর তুলনা এখন আমরা আসি বাকি আর্জেন্টিনার প্লেয়ার সাথে... Gonzalo HIGUAIN কেস্ট্রল ইনডেক্স Statistics 8.94 Carlos TEVEZ কেস্ট্রল ইনডেক্স Statistics 6.50 Maxi RODRIGUEZ, Juan VERON, Gabriel HEINZE এদের কথা নাই বললাম । --------------------------- আর্জেন্টিনার গোল কিপার বাদে বাকি ১০ জন খেলোয়াড়ই গোল করতে সক্ষম ।

আর যেখানে জার্মানী গুটি কয়েক স্ট্রাইকার নিয়ে খেলে । আর গোল বাচাঁতে শুধু গোল কিপারই নয় বরং টোটাল ১১ জন খেলোয়াড়ই ডিফেন্ড করে আর্জেন্টিনার জন্য । সেই তুলনায় জার্মানী ধুয়া তুলসি পাতা । তাহলে চিন্তা করুন একটু, যতই বলুক আর্জেন্টিনার ডিফেন্স খারাপ কিন্তু একে রক্ষা করতে পুরো দলই সক্রিয় আর সেখানে জার্মানী গুট কয়েক খেলোয়াড় থাকে । আর আক্রমন ভাগে প্রায় পুরো আর্জেন্টিনাই মিসাইল, গোলা ছোড়ে আর সেখানে জার্মানীল কাউন্টার স্ট্রাইক কোন কাজ করবে না যেখানে আর্জেন্টিনার প্রত্যেক খেলোয়াড়ই কাউন্টার স্ট্রাইক করার দক্ষতা রাখে ।

যারা জার্মানীর সাপোর্টার আছেন, তাদের মুখ দেখান একটু দেখি । হেরে গিয়ে তো পরে মুখ লুকাবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.