আমাদের কথা খুঁজে নিন

   

সোনার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ

আমরা মানুষের মত মানুষ হতে চাই । পরনির্ভরশীল হতে চাই না।

সোনার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ মো. নুরুল আবছার দূরে থেকে দেখেছি তোমাই আপন হতে, অন্তরে যেন তুমি আছো হাজার বছর জুড়ে । হৃদয়ে যেন সুখ খুঁজে পাই তোমায় ছুঁয়ে । মৃত্যু যেন হয় শুধু হয় তোমার বুকে ।

তুমি আমার, প্রিয় তুমি হাজার সুখের দেশ, লক্ষ প্রাণে কেনা আমার সোনার বাংলাদেশ । হাজার তারা করে খেলা তোমার আকাশে, জোনাকিরা দেয় যে আলো মৃদু বাতাসে । ঐ দেখা যায় মাঝি ছোটে পাল তুলে । নদীর বুকে জেলে দেখো মাছ ধরে । তুমি আমার, প্রিয় তুমি হাজার নদীর দেশ, লক্ষ প্রাণে কেনা আমার প্রিয় বাংলাদেশ ।

চাষীরা সব লাঙ্গল নিয়ে মাঠে চলে । গাঁয়ের বধু তাইতো ফসল গোলাই তোলে । কিশোরী দেখো আলতা রং পায়ে মাখে । কিশোর বুঝি যায় ছূটে যায় খেলার মাঠে । তুমি আমার, প্রিয় তুমি হাজার রূপের দেশ, লক্ষ প্রাণে কেনা আমার সোনার বাংলাদেশ ।

রাখালের বাশির সূর পাগল করে, ভাটিয়ালী জারিসারি গানে গানে । হাজার বনের সমারোহে চোখ জূড়ে । পাহাড়ের চুড়া হতে ঝরণা ঝরে । তুমি আমার, প্রিয় তুমি হাজার সুরের দেশ, লক্ষ প্রাণে কেনা আমার প্রিয় বাংলাদেশ । http://www.sonarbangladesh.com/articles/Md. Nurul Abse


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.