আমাদের কথা খুঁজে নিন

   

আরজেনটিনা...এক জীবন কষ্ট দিয়েই গেলি।

গুনাহগার, অযোগ্য, অধম...

২০০৬ সালে জার্মানির সাথে খেলার দিন খুব উত্তেজনায় ছিলাম। খুব ভাল খেলছিল আরজেনটিনা। কিন্তু শেষ মুহূর্তে কাদতে হল। জানিনা কোথা থেকে এত চোখের পানি এসেছিল। কান্নার শবদে পুরো এপারটমেন্ট এর সবাই আমার ফ্লাট এ এসে আমার রুম এর দরজায় নক করে ডাকছিল আর বলছিল "আরে আগামি বিশ্বকাপে আরজেনটিনা কাপ নিবে, ধৈর্য ধর"।

বোধয় দুইদিন কিছু খেতে পারিনি। আমার এই অনুভুতি হয়ত অনভিপ্রেত। আমি নিজেও এত আবেগ কে আর্থহীন মনে করি। কিন্তু কি করব?? ঐ সময় নিজেকে ধরে রাখা কষ্টকর। পুলাপাইনগুলার চেহারা দেখলেই কান্না আসে।

এবার এখন পর্যন্ত আরজেনটিনা ভালোই খেলছে, কিন্তু কয়দিন..? কোনদিন যে কাদতে হ্য়, আল্লাহ ই জানে। খুব ভয়ে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।