আমাদের কথা খুঁজে নিন

   

এইম ইন লাইফ

আমি অনেক ভালো
এইম ইন লাইফ-জীবনের লক্ষ্য। ছোটবেলায় আমরা সবাই এটা নিয়ে অনেক রচনা লিখেছি। তখন বেশি মার্ক পাওয়ার জন্য অনেক বড় বড় কথা লিখতাম। যেমন-আমি বড় হয়ে ভাল ডাক্তার হব,গরিবদের বিনা টাকায় চিকিৎসা করব। আবার কেউ কেউ লিখতাম আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হব ইত্যাদি।

কিন্তু বড় হবার পর আমাদের কারো কি এসব আদর্শ এর কথা মনে থাকে? প্রথমে আসি ডাক্তার এর কথায়। এখন অনেক ডাক্তার পাওয়া যাবে যাদের আসল উদ্দেশ্য রোগীদের সেবা করা নয়,ওদের একমাত্র উদ্দেশ্য কিভাবে বেশী টাকা আয় করা যায়। কয়জন ই এখন গরিবদের বিনামুল্যে চিকিৎসা করছেন......হাতুড়ে ডাক্তার এর সংখাও বেড়ে গেছে এখন। এইসব হাতুড়ে ডাক্তার এর কি একবারও মনে হয় না যে ওদের ভুল চিকিৎসার কারনে কত মানুষ মারা যাচ্ছে। ওদের ত কোন অধিকার নেই কারো জীবন নষ্ট করার।

শিক্ষক-মানুষ গড়ার কারিগড়। ছোটবেলা থেকে তাই শুনে আসছি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। এখনত স্কুলে কোন পড়ালেখা হয়না,সব পড়ালেখা হয় শিক্ষক এর বাসায়। এটা শিক্ষক এর জন্য একটা এক্সট্রা ইনকাম,কিন্তু ওই শিক্ষক কিভাবে ভুলে যান যে সরকার ওনাকে বেতন দেয় স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়ানোর জন্য।

আমি এমনও শিক্ষক দেখেছি যে ছাত্র-ছাত্রী কে বলে দেয় পরীক্ষায় কি কি আসবে তবে সবাই কে না শুধু তাদের কে যারা যারা ওই শিক্ষক এর বাসায় পড়ে। যাদের সামর্থ আছে তারা অনায়াসে ৪-৫ টা শিক্ষক এর কাছে টিউশনী পড়তে পারবে কিন্তু যাদের সামর্থ নেই তাদের মনে সবসময় একটা আফসোস থেকে যাবে। আমি যে স্কুলে পড়েছি ওইটা একটা সরকারি স্কুল ছিলো। হয়ত সরকারি স্কুল বলে পড়ালেখার মান এত ভাল ছিলোনা। টীচার ক্লাসে আসতেন, কিছু মুখস্ত করতে বলতেন।

ছাত্রীরা বসে বসে মুখস্ত করত আর ওদিকে ২-৩ জন টীচার একসাথে বসে গল্প করতেন.....ব্যস শেষ। যখন পরীক্ষা চলত তখন ও টীচাররা ক্লাসে বসে নাস্তা করতেন আর গল্প করতেন। এ সুযোগ এ কেউ নকল করছে আবার কিছু ছাত্রী একজন আরেকজনের দেখাদেখি করে লিখছে। এসবের দিকে কারো কোন খেয়াল ছিলোনা। এখানে (লন্ডন) যখন আমি প্রথম পরীক্ষা দেই তখন কিরকম জানি লাগত...এত নীরব, নিস্তব্দ পরিবেশে কখনও পরীক্ষা দেইনি।

পরীক্ষার হলে দরকার ছাড়া কোন টীচারই একজন আরেকজনের সাথে কথা বলতেন না। বাসায় যারা পড়াতে আসেন তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষক এর নিয়ত খারাপ থাকে। ওদের মনে কি থাকে সেটা নতুন করে আর কিছু বলার নেই, সবাই জানে এই ব্যাপারে। ভাবতেই অনেক ঘৃ্না লাগে। ছোটবেলায় আমরা যেসব নীতির কথা মুখস্ত করি বড় হয়ে সেগুলো কেন ভুলে যাই? আমাদের বাবা-মা ছোটবেলায় আমাদের যে শিক্ষা দিয়েছেন বড় হওয়ার পর সেটা কি আমরা মনে রাখছি? আমি কখনোই অসৎ পথে চলতে চাই না...আর এটাই আমার জীবনের লক্ষ্য......
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।