আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ঢাকনার ফটুক...

ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে।

আজকে নেটে ঘাটাঘাটি করতে করতে কিছু মাথার ঢাকনার (ক্যাপ) ছবি পাইলাম। দেখেনতো কোনটাতে আপ্নারে ভালো মানায়... ঘ্যাঙর ঘ্যাঙ... কানের বারোটা বাজাইবো দেহি... আআআআআ......... এইডা কি!!! ক্যাপ না কাপ... ওরে সব্বোনাশ... আমি হইলে এইডা আমার পেটের মইধ্যে থাকতো... পোকা মাকড়ের ঘর বসতি... ইহা কি মাথার ঢাকনা??? খা-মোষ ও স্যরি মুখোশ... পক পক পক... এরেই কয় প্যাশন... জ্যান্ত ক্যাট, মানে ক্যাপ... আল্লাগো বাঁচাও... আহেম আহেম... স্যরি, মাই মিসটেক... এইগুলা আর আপ্নেগো না... এইডা আমার পছন্দ হইছে... চেনা চেনা লাগে... মিয়াঁও... আমি হাপাইয়া গেছি। গুড বাই, ঘুম যাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.