আমাদের কথা খুঁজে নিন

   

হে হে হে...... সামু দেকি ওপেন হৈছে।।।

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

গতকাল্য গভীর রজনী হইতে সামুতে ঢুকিবার ব্যর্থ চেষ্টা করে করে ঝাতি যখন দিশেহারা, তখন ঝাতিকে আশার আলোকবর্তিকা দেখাইবার কাউকেই খুঁজিয়া পাওয়া গেলনা। ঝাতি বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া একই নিরাশার বাণী শুনিতে পাইল। এতে ঝাতির মনে এমন এক আশংকা কাজ করিতে লাগিল যে, সামু বুঝি আর কোনদিন ওপেন হইবে না। উক্ত আশংকা ঝাতিকে চরম হতাশার মুখে ফেলিয়া দিল এবং ঝাতি দিক বিদিক হইয়্যা মচকাইয়্যা পড়িতে লাগিল। ঝাতি জীবন বাঁচানো ফরজ ভাবিয়া ফেইসবুকসহ বিভিন্ন পাড়াতে ভ্রমন করিতে লাগিল।

কিন্তু ঝাতির তাহাতে বিন্দুমাত্র তৃপ্তি আসিল না। ঝাতি সারা রাত্রই কিছুক্ষণ পর পর সামুর রাজ্যে প্রবেশ করিবার ব্যর্থ চেষ্টা চালাইতে লাগিল। কিন্তু ফলাফল একই হইল। অবশেষে ঝাতি আল্লাহর উপর ভরসা করিয়া ভোর রাতের দিকে ঘুমের পথে অগ্রসর হইল। এবং মনে মনে ভাবিল যে ঘুম থেকে উঠিয়াই দেখিবে যে, সবই ঠিক আছে।

এইমাত্র ঝাতি তাহার পূর্ব প্রচেষ্টার পুণরাবৃত্তি করতে গিয়া দেখিল যে, আসলেই সব ঠিক আছে। । ঝাতি আবেগে আপ্লুত হইয়্যা ভাবিল যে, গত রাত্রির ঘটনাটা ছিল একটি ভুল স্বপ্ন মাত্র। । ।

১ম পাতা হইতে পোষ্টটি কেন সরিয়া গেল বুঝিতে পারিলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।