আমাদের কথা খুঁজে নিন

   

৪ বছরের সম্মান...

আমি এক পথহারা.....

অনার্স মানে সম্মান। এই কথার মানে হল, যারা ৪ বছরের অনার্স কোর্স শেষ করবে তারা খুব সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের ক্ষেত্রে এ কথা কতটা প্রয়োগযোগ্য তা সাধারণ অসাধারণ সব মানুষই জানে এবং বোঝে। আমাদের দেশে যখন কেউ অনার্স শেষ করে তখন সেটা তার জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায় যদি না তার উচ্চ পর্যায়ের কোন এফ এন এফ থাকে। বিষয়টা খুবই মজার লাগে আমার কাছে।

যদি উচ্চ পর্যায়ে কোন এফ এন এফ না থাকে তাহলে অনার্স এ ভর্তি হলেও অনার পাওয়া যাবে না। তাই অনার্সের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার বিবেচ্য বিষয় হওয়া উচিত " উচ্চ পর্যায়ের এফ এন এফ"। রেজাল্ট এখানে কোন ফ্যাক্টর না। কারণ আর যাই হোক অনার্স লেভেল্‌টার সম্মান তো বজায় রাখতে হবে। এক সময় অনার্স তো দুরের কথা, যদি কেউ প্রবেশিকাও পাশ করত তাহলে তিনি যে সম্মান পেতেন, আজ সম্মান পাশ করা ছেলের সে সম্মান তো দুরের কথা বরং রিক্সাওয়ালা/ বাসের হেল্‌পারদের কাছেও অসম্মানিত হতে হয় উপযুক্ত এফ এন এফ এর অভাবে।

তাই আসুন আমরা অনার্সের ভর্তি কাঠামোয় এফ এন এফ সংখ্যা অন্তর্ভূক্তির জোর দাবি তুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।