আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি

নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা !

মেঘলা মন থাক মেঘে ঢেকে স্বপ্ন গরুক শ্মশান কি যায় আসে ! আজ আমি অন্যখানে তোমায় এড়িয়ে আচ্ছন্ন আবার ,ভেঁজা চোখ জলে ! ভ্রান্ত অভিলাষে সৃতির পথচারী এখনো আকাশে তোমার প্রতিচ্ছবি সম্মহিত সময়ে ভুলের ছবি আঁকি অনাগত সময় অসময়ের পদধ্বনি আজ আমি অন্যখানে তোমা হতে দূরে আচ্ছন্ন আবার ,ভেঁজা চোখ জলে ! এলো চুলে উদাসী তুমি বিষন্ন জোছনায় মৃদু হাসি ক্লান দু-চোখ অনিদ্রায় তবু-ও তো সুখ ফিরে ফিরে আসে তোমার জানালায় আহত আমি উপেক্ষিত নিয়তির অবহেলায় আজ আমি অন্যখানে তোমায় এড়িয়ে আচ্ছন্ন আবার ,ভেঁজা চোখ জলে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।