আমাদের কথা খুঁজে নিন

   

গত জোট সরকারের আমলে আওয়ামীলীগের হরতাল রাজনীতির কথা মনে করে এখনো জনগণ শিউরে উঠে। তাই সরকারের অসংখ্য স্বেচ্ছাচারীতা স্বত্ত্বেও জনগণ হরতাল ভয় পায়।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

জনগণ ভুলে যায় নাই জোট সরকারের আমলে করা আওয়ামীলীগের হরতাল রাজনীতির কথা। জনগণ রাজপথের সৈনিক দাবি করা যুবলীগ তথা আওয়ামীলীগের ভাংচুর, অগ্নিসংযোগ এখনো মনে রেখেছে। এখনো জনগণ শিওরে উঠে শেরাটনের সামনে আগুন দিয়ে পুড়িয়ে মারার সে দৃশ্য মনে করে। তাই সরকারের দেড় বছরে বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামীদের ফাঁসি দেওয়া ছাড়া কোন বলার মতো এ্যাক্টিভিটি না থাকলেও তারা হরতাল করতে ইচ্ছুক না।

তারা ভাংচুর, অগ্নিসংযোগের সেই অন্ধকার দিনগুলোর কথা মনে করে ভয় পায়। কিন্তু জনগণ জানে সংসদকে মাছের বাজার বানিয়ে রাখা হয়েছে। সেখানে দেশের কথা-দশের কথা বলার কোন সুযোগ নেই। কিন্তু বিরোধী দলের উপর জনগণের দাবি, আশা, আকাঙ্খা রয়েছে সরকারের সফলতা,দুর্বলতা তুলে ধরে সরকারকে চাপ প্রয়োগ করা। জনগণ বিশ্বাস করে কার্যকর সংসদ থাকলে দেশে হরতালের প্রয়োজন ছিলোনা।

কারন বিরোধীদল সংসদে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরে জনগণের পাশাপাশি থাকতে পারতো। কিন্তু বিরোধী দল সংসদে গেলেই জিয়ার লাশ নিয়ে টানাটানি হয়। বিএনপি হরতালের রাজনীতি চায় না............. বিএনপি চায় সরকার সঠিক, সুন্দর ভাবে দেশ চালাক। সেই লক্ষ্যে বিএনপির চেয়ারপারসন তথা বিএনপি বারবার সরকারকে সহযোগিতার লক্ষ্যে সরকারের পাশে দাঁড়াতে চেয়েছে। সরকারকে সহযোগিতার কথা বারবার বলেছে।

কিন্তু সরকার কর্ণপাত করে নাই। বিএনপি বিশ্বাস করে এদেশের শিক্ষিত তরুন সমাজ আগামী দিনগুলোতে দেশকে সঠিক এবং কার্যকর পথে পরিচালিত করতে সাহায্য করবে এবং এগিয়ে নিবে। বিএনপি জানে এই শিক্ষিত তরুণ সমাজ হরতাল পছন্দ করেনা, হরতাল চায়না। কিন্তু সরকারের অসহনীয় আচরণ এবং স্বেচ্ছাচারীতা বন্ধে সরকারকে হুশিয়ারী এবং সাবধান করতে ২৭ শে জুন হরতাল আহবান করেছে। বিএনপি মনে করে এতে সরকারের সাথে সংশ্লিষ্টরা দেশ চালাতে আরো কৌশলি হবে এবং জনগণের কল্যানে রাজনীতি করবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।