আমাদের কথা খুঁজে নিন

   

হাত ধরি নতুনের

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

উত্তপ্ত তরল পারদে তোমার দেহ পুড়ে হয়ে গেছে শ্বেত ভল্লুকের মতো। ছোপ ছোপ রক্ত জমাট বেধেছে সারাটা শরীর জুড়ে। আমি কি তোমায় ভালবাসি?নাকি তোমার দেহকে? নির্জনে চুপচাপ ঝমঝম শব্দে উত্তর খুঁজি মনের কাছে । নিরর্থক প্রশ্নের ডানা মেলে, আমি কী ভালবাসি?মন না দেহ?দেহ না মন? হত্যোদম আমি হার মানি, ভালবাসি তোমার দেহকে। তোমার ছোপ ছোপ রক্ত জমাট দেহ দেখে আমি হাটি চোখ ফিরিয়ে, নতুন আগুন্তকের হাত ধরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।