আমাদের কথা খুঁজে নিন

   

কাল আংশিক চন্দ্রগ্রহণ

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/

কাল শনিবার আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। বাংলাদেশ মান সময় বেলা দুইটা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে রাত আটটা ২১ মিনিট ২৪ সেকেন্ডে উপচ্ছায়া থেকে বের হয়ে আসবে। ওই দিন কেন্দ্রীয় গ্রহণ বিকেল পাঁচটা ৩৮ মিনিট ৩০ সেকেন্ডে ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে গ্রহণ দেখা যাবে। আইএসপিআর। প্রথম আলো সন্ধ্যার পর থেকে আকাশ মেঘ মুক্ত থাকলে আমার বাসার ছাদ থেকে এই আংশিক চন্দ্রগ্রহণ দেখার ব্যবস্থা করবো 114mm Equatorial Reflector-Telescope ব্যবহার করে। সকলের নিমন্ত্রণ রইলো। 114mm Equatorial Reflector-Telescope ঠিকানাঃ ১৭৮ উত্তর বাড্ডা, তেতুল তলা রোড (সারোয়ার ভিলা) ওমর আলী মেম্বার বাড়ি বাড্ডা, গুলশান, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।