আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণার অভিযোগে কুমিল্লায় ভণ্ড পীর আটক



জ্বিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কুমিল্লা ডিবি পুলিশ মাওলানা আবদুল খালেক নামে এক ভণ্ডপীরকে আটক করেছে। গতকাল সকালে কুমিল্লা সদর উপজেলার সালুকমুড়া- ভুবনঘর থেকে তাকে আটক করা হয়। কয়েকজন ভুক্তভোগীর সরাসরি অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায় । জানা গেছে , নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে আবদুল খালেক ব্রাহ্মণপাড়ার চন্ডীপুরের লুৎফুন্নাহার, তার স্বামী আবুল কাশেম মাষ্টার, একই গ্রামের কামরুল হাসান, বুড়িংয়ের বাটেশ্বর গ্রামের নিলুফা ইয়াসমিন, আবদুর রশিদ, ময়নামতির নইমপুরের কাজল রেখা, দেবিদ্বারের জগন্নাথপুরের কামরুন্নাহারসহ বিভিন্ন মানুষের কাছে ফোন করে সামনে বিপদ এবং সুসংবাদ জাতীয় খবর দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তার কথা অনুযায়ী কোন ফল না পেয়ে লুৎফুন্নাহার বাদী হয়ে কুমিল্লা পুলিশ সুপারের কাছে আবেদন জানালে পুলিশ সুপার তড়িৎ ব্যবস্থা নিতে বললে ডিবি পুলিশ তাকে আটক করে। তাকে আটক করার পর অসংখ্য মানুষ তার বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।