আমাদের কথা খুঁজে নিন

   

এই পাশবিক জগতে একটা খুন করতে বেজায় শখ হয়

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না।

আজ বহুদিন তুমি নেই আমার কাছে তোমার উষ্ণতা ভুলে থাকা বেজায় কঠিন। তবু আমি নিজেকে সংযত করি ... কারন সংযমি হতে চাই আমি। দেখ... আজকাল দেখ... কালো সাপের মতো নিসপিস করে শয়তান ওদের পেছনে পেছনে ওরা ভাবে কেউ দেখেনা... পথ ঘাট পিচ্ছিল ওদের নোংড়ামিতে। আজ একজন তো কাল আরেক।

ভবিষ্যতকে এভাবে আর কতোকাল ধোঁকাবাজীর ধোঁয়ায় বিষন্ন করে রাখবে এই সব জালাতন? চোখে চোখ রাখে তবে দুচোখে নয়... শকুনের মতো পুরুষ তাকায় উচ্চ নিতম্বে... আর ওরাও দুলিয়ে হাটে বন্য শুয়োরের মতো। যেনো শুয়োড়ের খোঁয়াড়ে কাঁদা মাটিতে আটকা পরেছে সমাজ। উদ্যানের গাছগুলো সাক্ষী হয়ে থাকে অশ্লীলতার। আর বুড়ো রিক্সাওয়ালা লজ্জায় মুখ ঢাকে অন্ধকার গলি পার হতে গিয়ে। আমি আর তুমি... সেই কবে কতোদিন আগে দেখেছিলাম আমাদের মন ভুলেও গিয়েছি হয়তো... এই পাশবিক জগতে একটা খুন করতে বেজায় শখ হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।