আমাদের কথা খুঁজে নিন

   

জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ

নোটিশবোর্ড
ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতেছেন আলী মাহমেদ শুভ । এটা কোন নতুন খবর নয়, কিন্তু সেই পুরস্কারটি মঙ্গলবার তিনি গ্রহণ করেন গ্লোবাল মিডিয়া ফোরাম থেকে। জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে তাঁর সঙ্গী ছিলেন বিশ্বের বেশ কয়েকটি দেশের শতাধিক ব্লগার। পুরস্কার নিতে আলী মাহমেদ মঞ্চে ওঠেন কালো ফতুয়া পরে, ফতুয়ার বুকে বাংলা অক্ষর৷ সমগ্র বাংলাভাষী ব্লগারদের এই প্রতিনিধি মঞ্চে সগর্বে বলেন, জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের, জয় হোক বাঙালির। এসময় আবেগ আপ্লুত শুভ, ধন্যবাদ জানান এই ব্লগ প্রতিযোগিতার আয়োজকদের৷ সেইসঙ্গে জানান, তার লেখনী কোন বাধা মানতে রাজি নয়।

রাজি নয় নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে। ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়। এই প্রতিযোগিতায় আলাদা আলাদাভাবে জুরি এবং ব্লগারদের ভোটে বিজয়ী হন আলী মাহমেদ শুভ। ২২ জুন গ্লোবাল মিডিয়া ফোরামে এক বিশেষ অনুষ্ঠানে শুভসহ আরো ১১টি ভাষার এবং কয়েকটি ক্যাটেগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় আরো অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রতিযোগিতার বাংলা অংশের জুরি সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল-ফারূক।

শুভ’র পুরস্কার গ্রহণ নিয়ে বিশেষ রেডিও অনুষ্ঠানের লিংক এখানে ব্লগ মডারেশন নিয়ে সরাসরি আলোচনায় শুভ ও জানা ব্লগ বিজ্ঞপ্তি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।