আমাদের কথা খুঁজে নিন

   

দুধ খাওয়ানোর ফতোয়ায় সৌদি মহিলারা আশান্মিত .....

Everyone is entitled to my opinion.

কয়েকদিন আগে এক সৌদি মোল্লা, শেখ আব্দুল মোহসেন ওবিকান, শরিয়ত সম্মত উপায়ে অনাত্মীয় পুরুষের সাথে প্রয়োজনে মেলামেশার জন্য মহিলাদের বুকের দুধ খাওয়ানোর ফতোয়া দিয়ে মহা হৈ চৈ ফেলে দিয়েছিলেন। ব্লগে ব্লগেও সেটা নিয়ে বেশ ভালোই আলোচনা-সমালোচনা কিংবা রঙ্গ-তামাশা হয়ে গেছে। কিন্তু যাদের নিয়ে এই ফতোয়া সেই সৌদি মহিলাদের অনেকেই এটাকে তাদের জন্য পজেটিভ হিসবে দেখছেন। সৌদি আরবে মহিলারা গাড়ীর দোকানে গিয়ে দেখেশুনে গাড়ী কেনার অধিকার রাখে কিন্তু সেই গাড়ী চালানোর কোন অধিকার তাদের নেই। সে সৌদি মহিলাই হোক আর বিদেশী মহিলাই হোক।

তাদের সবাইকেই গাড়ীর ড্রাইভার নিয়ে চলাফেরা করতে হয়। আর এই ড্রাইভাররা বেশিরভাগই, প্রায় সবাই, বিদেশী। ধারণা করছি যে এইসব ড্রাইভারদের একটা বিশাল সংখ্যক আমাদের এই উপমহাদেশের নাগরিক। সৌদি আরবে বহুদিন ধরেই মহিলারা গাড়ী চালানোর অধিকার চেয়ে আসছিলো। ১৯৯০ সালের আগে মেয়েদের গাড়ী চালানোর ব্যাপারে কোন লিখিত আইন না থাকলেও অলিখিত ভাবে তা ছিলো নিষিদ্ধ।

তবে সে বছর ২৭জন মহিলা প্রতিবাদ হিসাবে একসাথে গাড়ী চালালে তাদের সবাইকে গ্রেফতার করে ১ দিনের জেল দেয়া হয়। অনেকেই তাদের কাজও হারান। বোনাস হিসাবে গাড়ী চালাতে না পারার এই আইন লিখিত ভাবে পাশ হয়। এর পর অনেকেই বিদ্রোহ করে গাড়ী চালালেও তাদের বিভিন্নরকম হয়রানীর সাথে সাথে শাস্তিও ভোগ করতে হয়েছে। তবে এবার এই ফতোয়ার সুযোগে মহিলারা এক নতুন আন্দোলন শুরু করেছেন তাদের অধিকার আদায়ের জন্য।

তারা সেই আন্দোলনের একটা স্লোগানও ঠিক করেছেন, সেটি হলো, "We either be allowed to drive or breastfeed foreigners." এবার দেখা যাক সৌদি মোল্লারা নতুন কি ফতোয়া বের করেন। সূত্র: ১. মকতুব বিজনেস নিউজলেটার: Click This Link ২. এল.এ টাইমস: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।