আমাদের কথা খুঁজে নিন

   

পথ

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|

১. রাজপথ জুড়ে বিক্ষোভ মিছিল, মিছিলের শেষে লাশ নদীপাড় ভেঙ্গে বালুচর হবে, বালুচরে জাগে কাশ কাশের শরিরে রক্তের দাগ, নদীতে লাশের ভেলা রক্তজলে ভাঙ্গন কিংবা রক্তেই হলি খেলা.... খেলার শেষে ভেলায় চড়ে মিছিল নিরুদ্দেশ যেখানে রক্ত, সেখানে লাশ, সেখানেই সবশেষ! ২. ডাস্টবিন জুড়ে কুকুরের পাল টুকরো রুটির খোঁজ জীর্ণ হাড়টাই মুখে তুলে নেয়, রুটি জুটেনা রোজ ডাস্টবিন ছেড়ে রাস্তায় নামে, খাবারের খোঁজে হানা যেভাবেই হোক খাবার চাই, ন্যায়নীতি নেই জানা মৃত্যুর ভয় মুঠিতে পুরে অধিকার আদায়ের রথে না হলেও দেখা যে কারো সাথে নিজে রবে নিজ পথে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।