আমাদের কথা খুঁজে নিন

   

কোথাও আমার যাবার কথা থাকে না

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

প্রস্থানের বিপরীতে কখনও আগমন ঘটেনি আমার আমি যেতে থাকি- গাছের ভেতরে, পাখির ভেতরে জলের ভেতরে, ফুলের ভেতরে, কৃষ্ণচূড়ার গভীরে আমি যেতে থাকি তোমার গহীনের প্রাচীন গহ্বরে প্রস্থানের বিপরীত শব্দ কী হতে পারে আমার জানা নেই যখন অনন্তকাল ধরে আমি যাচ্ছি- চোখের ভেতরে ঠোঁটের ভেতরে, হাতের ভেতরে, পাঁজরে-পাঁজরে আমি যেতে থাকি- তোমার গহীনের প্রাচীন গহ্বরে। প্রস্থানের বিপরীত শব্দ আমার ভীষণ অপরিচিত যখন ছুটে যাই দূরন্ত বাহুবনে, দীর্ঘ-দীঘল আনচানে যেন অনাদিকাল ধরে যেতে থাকি কান্তদীঘির অতলে আমি যেতে থাকি তোমার গহীনের প্রাচীন গহ্বরে। প্রস্থানের বিপরীত শব্দ কী হতে পারে ভাবিনি কখনও কারণ, কোথাও আমার যাবার কথা থাকে না, ছিলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.