আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর বয়স

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

পৃথিবীর বয়স জানতে চেয়েছিল আমার কাছে, অবান্তর লেগেছে তার,জবাব শুনে । কেউ কেউ দাবি করে লক্ষ কোটি বছরের, কেউ বলে,তারও বেশি; মাটি খুড়ে প্রাচীন জনপদের ফসিল নিয়ে আসে, শিলালিপিও দাঁড় করায় পৃথিবীর বার্ধক্য প্রমাণে। গুহা মানবের আবক্ষ মুর্তিও বের হয়, মাটি ফেড়ে জেগে উঠে পুরান বৃক্ষ। পৃথিবীর বয়স !! কোন হিসেবই আমি মানিনা, আমার কাছে স্রেফ কিছু মুহুর্ত, এই ধরনীতে যদ্দিন আছি বেঁচে; পৃথিবীও বাঁচে আমার সাথে। তারপর ? অন্য কেউ হিসেব করুক পৃথিবীর বয়স।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।