আমাদের কথা খুঁজে নিন

   

আজ খুব মন্দ দিন

আমার স্নেহের কবিতাগুলো

আজ খুব মন্দ দিন ২২/৬/১০ সকাল ৮টা সকালে মুন্নী বললো মাছ কিনে আনতে। গলির মোড়ে অস্থায়ী মাছের বাজার। সাড়ে তিন কেজি ওজনের একটা রুই মাছ দরাদরি করছি। স্বপ্রণাদিত হয়ে বস্তির এক মহিলা আমার পক্ষ নিয়ে দরাদরিতে অংশ নিচ্ছেন। ৩/৪ বছরের একটা মিষ্টি মেয়ে মহিলার।

শিশুটি উজ্জ্বল মুখে জিগগেস করলো মাকে ‘ মা মাছটা আমরা নিমো?’ ‘না, উনি নিবেন’Ñ আমাকে দেখিয়ে মা জবাব দিল । শিশুটি ম্লান হলো। সাড়ে তিন কেজি মাছ হাতে নিয়ে বাসায় ফিরছি আমি। মনে হচ্ছে একমণ গ্লানি আমার হাতে। বার বার মনে হচ্ছে ‘মা মা মাছটা আমরা নিমো?’ সকাল ৯ টা।

ফোন বেজে উঠলো। হেলাল। আমার মামাতো ভাই। গার্মেন্টেস-এ ছোট-কর্মকর্তা হিসেবে কাজ করে । ওর বাসার কিশোরী কাজের মেয়ে গলায় দড়ি দিয়েছে।

আমার সাহায্য চায়। বললাম পুলিশের কাছে যাও। আমি সাহায্য কি করবো! আহা দুখি মেয়েটি! আহ্!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।