আমাদের কথা খুঁজে নিন

   

মি. জীবনানন্দদাশের ছায়া সমীপে আপনে যদি মডু নাও হৈ থাকেন

প্রতিদিন

নিম্নের পোষ্টখানা প্রকাশিত হওনের দীর্ঘদিন পর ২০ শে জুন, ২০১০ দুপুর ১২:২৭ টায় আমার কাছে একটি নোটিশ প্রদানপূর্বক লেখাটি ডিলিট মারা হয়। নোটিশ আর লেখাখান আপনের পোষ্টে দিয়া দিলাম আপনে মডু এই ভরসায় এবং এই ভয়েও: লেখাখান: হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আমার দেশ-এর প্রেস খুলতে দিতেছে না হাসি-টাল বাহিনী হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আমার দেশ পত্রিকার প্রেস খুলতে বাধা দিচ্ছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ নানা অজুহাতে প্রেস খুলে স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে বাধার সৃষ্টি করছে। বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পর আইনজীবীর সার্টিফাইড কপি গ্রহণযোগ্য নয় বলে প্রেসে বিপুলসংখ্যক পুলিশ পাঠিয়ে তারা বাধার সৃষ্টি করে। হাইকোর্টের সার্টিফাইড কপি পেলেই প্রেস খুলে দেয়া হবে বলে তখন আমার দেশ কর্তৃপক্ষসহ উপস্থিত গণমাধ্যমের কর্মীদের জানানো হয়।

কিন্তু গতকাল আমার দেশ পত্রিকার বিষয়ে হাইকোর্টের আদেশের সার্টিফাইড কপি গ্রহণ করেননি তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমার দেশ-এর ছাপাখানা গতকাল পত্রিকা খুলে দেয়ার অনুরোধ জানালে থানা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এ মামলায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৪ নম্বর প্রতিপক্ষ হওয়ায় আইন অনুযায়ী তার সার্টিফাইড কপি গ্রহণ করতে অস্বীকৃত জানানোর সুযোগ নেই। .. আরো বিস্তারিত পড়নের কাম থাকলে উপ্রে দেয়া লিঙেবক ক্লিক মারেন। দুইখান মীরাক্কেল: গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না সরকার : পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম অপরিসীম স্বাধীনতা ভোগ করছে: হাছিনা শব্দ বোধিনি সহায়িকা: হাছিনা + ডিজিটাল = হাছিটাল নোটিশখান: dear blogger, your post (আমার দেশ-এর প্রেস খুলতে দিতেছে না হাসি-টাল বাহিনী ও দুইখান মীরাক্কেল) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog. 3d. any fictitious post that is presented in a form of news that may unrest the community. ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।

এখন বস, আপনেই কন দেহি এখানে মিথ্যা পোষ্টের কি দেখিলেন। যথাযথ লিঙ্ক প্রদানপূর্বক একখান সংবাদ শেয়ার করা হৈছে। এই সংবাদ শেয়ারিং আওয়ামীলীগের বিপক্ষে গেসে স্রেফ এই কারণে? এই সংবাদরে মিথ্যা প্রমাণ করুন দেখি আমি চ্যালেঞ্জ দিলাম। বিডিনিউজের লিঙ্ক দেওয়া আছে। হাস্যকর ব্যাপার হলো এই লেখা ডিলিট মারি আমারে সাধারণ কইরা দেওয়া হৈছে।

প্লাস মাইনাস অপশন প্লাস মাইনাস অপশন রাখা হৈছে ব্লগে মানে এইখানে সবাইর মুক্ত অধিকার আছে যে কোন ব্লগে প্লাস বা মাইনাস দেওনের। কিন্তু দেখা যায় একটা পোষ্টে বা কর্তৃপক্ষীয় পোষ্টে বা কিছু বিশেষ পোষ্টে মাইনাস পড়লে কিছু জঙ্গী ব্লগার কারা মাইনাস দিসে তাদের চোদ্দগোষ্ঠি উদ্ধার করতে নামে- তাগো তালিকা দিতে বলে- তাদের নিষিদ্ধ করতে কয়- স্শালার এই প্লাস-মাইনাসের স্বাধীনতা ত্াইলে কি শুধু আঙ্গুল চোষার কামে ব্যবহার হৈবো? আমি আপনের পোষ্টে মাইনাস দিসি। কেউ এই কারণে গালি দিলে আমি তারে অনুরূপ পাল্টা গালি দিমু। এইটা আমার রাইট। এইটা কোন শালার বাপের ব্লগ না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।