আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় লেখক/ কবিদের কিছু কথা...১



১. “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে” --কুসুম কুমারী দাশ (বাংলার কবি জীবনানন্দ দাশের মা) ২. আজ সৃস্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে. আজ সৃস্টি সুখের উল্লাসে...... --কাজী নজরুল ইসলাম ৩. গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। --কাজী নজরুল ইসলাম ৪. "আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?" --কাজী নজরুল ইসলাম ৫. "মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা কিছুকে ভালোবাসা সম্ভব তার মাঝে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধুমাত্র মাতৃভূমির জন্যে। যারা কখনো নিজের মাতৃভূমির জন্যে ভালোবাসাটুকু অনূভব করেনি তাদের মত দূর্ভগা আর কেউ নেই।"....মুহম্মদ জাফর ইকবাল (মুক্তিযুদ্ধের ইতিহাস) ৬. তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব নাকো পথহারা। ৭. " যে জাতি হারায়াছে দিশা এই বঙ্গ ভূমির দেশে, শকুনেরা উল্লাস করতে চায় রাক্ষসের বেশে"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.