আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক এইখানে হাত রাখো,বুকের মাঝখানে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

ঠিক এইখানে হাত রাখো,বুকের মাঝখানে এইখানে লেখা আছে শতপাতা কবিতা শিবরঞ্জনী রাগে অজস্র কান্নাভেজা গান পেলেও পেতে পার এ বুকে তোমাদের সন্ধান। এইখানে জ্বালা আছে জোনাকীর আলো গেঁয়ো বঁধুর সাঝবাতি প্রেম বয়ে চলা হুহু বাতাস আর নির্জন ডাহুকী রাত ঠিক এইখানে হাত রাখো,বুকের মাঝখানে জমা আছে দেখ কত মর্সিয়া সুর আঁধার রাতের বিরহী বিলাপ পথের ধুলির মত উদাস বাউলের মুসাফির প্রেম প্রপঞ্জে বেঁধে রাখা থরোথরো চোখের চাহনি নষ্ট কাব্যের অগুন্তি পাশফেরা রাত। এইখানে হাত রাখো,বুকের মাঝখানে দেখ বিজয়ীর হাতে লেখা ইতিহাস তার ঠিক উল্টো পৃষ্টায় দেখো কত কান্না কত ব্যথা কত বিরহীর আর্তনাদ। চেয়ে দেখো এইখানে- বুকের ঠিক মাঝখানে ফুটে আছে কত কষ্টের কাশফুল মেঘ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।