আমাদের কথা খুঁজে নিন

   

গল্প: আশৈশব অপছন্দের বাপজান - ৩

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
পরীক্ষা শুরু হলো । পরীক্ষার খাতায় আমি কিছুই লিখলাম না । লিখবো কেন? পেন্সিল দিয়ে একটা গরু আকলাম । এক্সামিনার শিওর হার্টফেল করবে । ভাববে কমন পড়ে নাই।

মাথা খারাপ হয়ে গেছে । দুরে একটা মেয়ে পেন্সিল কামড়ে লিখে চলেছে । বড় কাল চোখ, লম্বা চুল ক্লিপে আটকানো । অবসরে তাকে দেখলাম মন ভরে । বড় কৌতুহল হচ্ছিলো, আব্বা এখন বাইরে কী করছে? ঘন্টা পড়েছে ।

পরীক্ষা শেষে বের হতেই দেখি বাপজান ডাব কেটে নিয়ে দাড়িয়ে আছে । মোলায়েম সুরে জিজ্ঞেস করলো, ঝন্টু, কেমন হয়েছে পরীক্ষা? আমি বললাম খুব ভাল । ডাবের মিষ্টি পানি চুমুক দিতে দিতে বললাম, সবগুলাই কমন আসছে । ইনশাল্লাহ! হয়ে যাবে। সিটি কলেজে না অবশেষে ইউনিভার্সিটিতে ঢুকেছি ।

কমার্সের সাবজেক্ট । বাপ মহা অখুশী । তার বন্ধু লতিফ সা'বের ছেলে ইকোনমিক্সে ঢুকেছে । আর অফিসের পিয়নের ছোট ছেলেটাও বুয়েটের ইলেক্ট্রিক্যালে । আব্বা বরাবরের মতই খ্যাচ খ্যাচ করে ।

সকাল বিকাল কলের গান বাজে এ' সব পড়ে লাভ নাই । নতুন করে ফর্ম আনতে হবে । এক বছর ড্রপ গেলে লাইফের কী? পরের বছর ডাক্তারীতে টিকতে হবে । এইসব খেলাধুলা বন্ধ । পুরা মনোযোগ দিতে হবে ।

ফাইনাল কথা । এক দোস্তকে বললাম । আমারে বাচা । এই বাড়ি থেকে ভাগতে চাই । অন্য কোথায় যাই বলতো? হলে তো সীট পাওয়া টাফ ।

সে বললো বিষয় না । তুই জাসদের মেসে ওঠ । নিউমার্কেটের পাশে ভাড়া করা মেস । উঠবি? সেখানে আরো আট দশটা ছেলের সাথে উঠলাম । মফস্বলের অধিকাংশ ।

কাজ হলো সকাল বিকাল মিছিল করা । চিল্লায়ে বেড়ানো, "অমুক ভাইয়োর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে" ইত্যাদি , রাতে গোটা পঞ্চাশ পোস্টার লাগানো আর মধুর ক্যান্টিনে হাজিরা দেয়া । কিন্তু একটা সমস্যা রয়ে গেল । পকেটে একটা টাকাও নাই । বাসায় তো ফিরে যাবো না ।

মা'কে ভজাতে পারলে ছুতায় অছুতায় পঞ্চাশ টাকার নোট পাওয়া যেত। এখন তো সে উপায় নাই । একটি টিউশনি করতাম আজিমপুরে । চলে গেছে । জমানো টাকাও শেষ ।

আজিজ সুপার মার্কেটে হালিম ভাইকে বলে রাখছি । সে বললো, বাংলা মিডিয়ামে টিউশনি দেয় না কেউ । ম্যাপল লিফ এর একটা ছাত্রী আছে । পড়াতে পারবা? ভাল পোষাক যোগাড় করে দিব । বলতে হবে তুমি বুয়েটের, আর তিন বছর ধরে ইংলিশ মিডিয়ামে পড়াও ।

পারবা না? (চলবে...) প্রথম পর্ব: Click This Link দ্বিতীয় পর্ব: Click This Link চতুর্থ পর্ব: Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.