আমাদের কথা খুঁজে নিন

   

আজো ইচ্ছে করে……

"অতি বাড় বেড়োনা, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়োনা, ছাগলে মুরাবে"

আজো ফিরতে ইচ্ছে করে, ইচ্ছে করে সবুজ প্রান্তরে মিশে যেতে। গায়ে ধুলো মেখে, নদীতে ঝাপিয়ে পড়তে। বর্ষায় কাঁদামাখা মাঠে ফুটবলের পেছনে দৌড়ে, খালি গায়ে সবাই মিলে মাঠের মাঝেই শুয়ে পরে আকাশ দেখতে। ডাহুক পাখির গান শুনতে, সাদা বকের পাল আকাশে ভেসে বেড়াতে দেখতে। মহিষের গাড়ি দেখে ভয়ে রাস্তায় না থেকে পাশের মাঠে/ক্ষেতে নেমে যেতে আজো ইচ্ছে জাগে। পলিথিন কেটে বিশাল বিশাল ঢাউস ঘুড়ি বানাতে দেখতে আজো ইচ্ছে জাগে। ধানক্ষেতে আজো ডিপ টিউবওয়েলে পানি তুলা দেখতে ভালো লাগে, ইচ্ছে জাগে আবারো হাপ প্যান্ট পরে সবাই মিলে ক্ষেতে নেমে ডিপের পানি দিয়ে গোছল করে বাসায় ফিরি ইচ্ছে জাগে এখনো ঘোড়ার ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়ালে উঠে ঘোড়া দেখার বৃথা চেষ্টা করি, ইচ্ছে জাগে এখনো দেখি ঐ কাঁঠাল গাছটিকে যার কিনা উপর থেকে শুরু করে গাছের গুঁড়ির শেকড়ে পর্যন্ত কাঁঠাল ধরেছিল। এখনো ইচ্ছে করে তালের সময় গাছ থেকে তাল পারিয়ে এক বসাতেই বেশ কিছু শেষ করে দেই। ইচ্ছে জাগে আহা আবারো যদি খেজুর রস দিয়ে জ্বালের পর জ্বাল দিয়ে গুড় কিভাবে বানানো হয় দেখতে পেতাম। [[ সব যে করেছি তা নয়, তবে অনেক কিছুই যে এক সময় করেছিলাম সে স্মৃতি আজো ভাসায় ]]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।