আমাদের কথা খুঁজে নিন

   

“স্বপ্ন চাঁদ”

জীবনের জন্যই এই সব কথামালা
ব্যস্ত শহর আর নির্ঘুম রাত বয়ে চলে সমান্তরাল; দিকভ্রান্ত পথিকের দল চলে অজানায় প্লাটফর্ম ভর ক্ষুধার্তের দল- স্বপ্নবিলাসী বালক ধরে কল্পরাজ্যের গান – তারি মাঝে ভেসে চলে রুপালী চাদ । শহরের রুপ পালটে ফেলে- ফেস্টুন শ্রমিক, গোপন আড্ডায় ঝড় উঠে চা স্টলে; ভেসে আসে প্রহরীর হুঙ্কার, যন্ত্রদানব ধ্যান ভাঙ্গায় নিভৃতচারীর । ব্যস্ততায় আগমনী বার্তা বাজে আরেক মুখর দিনের; দিন থেকে রাত্রির। সোনালী সূর্য মিলায় দিক-দিগন্তে পূর্ণতা পায় ব্যস্ত শহর রুটিন ।। লাগামহীন রাস্তার ও সীমা আছে হয়তো; অথচ দুর্দশা , স্বপ্নের গল্প চলে পাশাপাশি রঙ বদলিয়ে। রুপালী চাঁদ আবর্তিত হয় কালের নিয়মে একই রুপে, যুগ-যুগান্তরে…… কোন দূঃখবোধ কিংবা আনন্দ চাদকে স্পর্শ করেনা – চাঁদ স্বপ্নই থেকে যায়।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.