আমাদের কথা খুঁজে নিন

   

আয় খুকু আয়

স্মৃতিরও ভিড়ে হারিয়ে যায় মন আধারে। আমার নানা রঙের স্বপ্নের রাজপ্রসাদ ভেঙে চুরে হারিয়ে গেছে মেঘের আড়ালে।

happy father's day .বাবা কে খুব মনে পরছে . কাটেনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবর মত কেউ বলে না আয় খুকু আয় খুকু আয় আয়রে আমার সাথে গান গেয়ে যা নতুন নতুন সুর নে শিখে নে কিছুই যখন ভাল লাগবে না তোর পিয়ানোয় বসে তুই বাজাবিরে আয় খুকু আয় খুকু আয় । সিনেমা যখন চোখে জ্বালা ধরায় গরম কফির মজা জুড়িয়ে যায় কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি মনে হয় বাব যদি বলতো আমায় আয় খুকু আয় খুকু আয় আয়রে আমার সাথে আয় এখনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলেবেলার মত বায়না করে কাছ থেকে নেনা তুই আমায় কেড়ে আয় খুকু আয় খুকু আয় । দোকানে যখন আসি সাজবো বলে খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায় আরশিতে যখনই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয় খুকু আয় আয়রে আমার কাছে আয় মামনি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় খুকু আয় খুকু আয় । ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মত বড় হয়ে যায় জানিনা কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায় আয় খুকু আয় খুকু আয় আয়রে আমার পাশে আয় মামনি এ হাতটা ভাল করে ধর এখনি হারানো সেদিনে চল চলে যাই ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি আয় খুকু আয় খুকু আয় । (সুরঃ ভি বালসারা, শিল্পীঃ হেমন্ত মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।