আমাদের কথা খুঁজে নিন

   

১৭০ টা নিক নিবিঢ় পর্যবেক্ষন ,অতপর একটি প্রশ্ন : একটি সেফ নিকের জন্য কতকাল অপেক্ষায় থাকতে হয় ? ... সামুর বিবেকের কাছে প্রশ্ন ।

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !
আমার বন্ধু সার্কেলে কেবল আমি মাঝে মধ্যে পত্রিকায় লেখা পাঠাই তাই লেখালেখির সাথে একটা পরিচয় ছিলো। সার্কেলের অন্যরাও কম বেশি লেখার চর্চা করে ,তাই যখন সামুর সাথে পরিচয় যে বেলায় প্রনয়ে টার্ন করলো তথাপি সাধ জাগলো অন্য বন্ধুদের ও সামুর সাথে পরিচয় করে দেই তাইতো তাদের ও দেখিয়ে দিলাম কি করে নিক খুলতে হয় .. যারা বাংলা টাইপে কাঁচা তাদের বাংলা টাইপ শিখতে সাহায্য করলাম কাউকে কাউকে তাদের খাতা থেকে নিজেই বাংলায় টাইপ করে মেইল করে দিলাম । বাবারা তাও তোরা লেখ । তোদের অখাদ্য-সুখাদ্যে সামুকে সমৃদ্ধ কর । অনেকেই আমার আমন্ত্রনে এগিয়ে আসে একের পর এক নিক খোলা হয় লেখা জমা হয় নিয়োমিতো ভাবে কিন্তু প্রথম পাতায় যায় না।

অমি তাদের জেনারেল এবং ফিল্ডমার্শালের নিয়ম কানুন বলি তারা তেড়ে মারতে আসে একি ফ্যাসাদ!!আমি বলি মাত্রতো সাতদিন বাছারা সবুর করো । কিন্তু সাত দিন যখন মাসের দিকে টার্ন করে আর মাস বছরের দিকে এগিয়ে যায় সবুজ সংকেতের দেখা কেউ পায়না কিন্তি আমি ঠিক ই বিপদের শব্দ পাই পশ্চিম প্রান্ত থেকে প্রথমে হুমকি অতপর ধামকির সুর ভেসে আসে । বিচ্ছিন্ন ভাবে গন ধেলাইয়ের আভাস দিব্য চোখে দেখতে পাই । তাই নিজেই গবেষনায় অগ্রসর হই! "একটি নিক কত দিনে সবুজ সংকেত পায়" ?! আশ্চর্য সব তথ্য পাই!! একশতো সত্তর টা নতুন নিকের উপর গবেষনা পূর্বক এই সিদ্ধান্তে আসতে পারি যে শিবির পন্থি* এবং ঝামেলা পন্থি** নিক গুলোর গমন পথ কন্টক মুক্ত। নতুন বোতলে পুরানে মাল বাজার জাত কারীরা*** অসংখ্য নিক খুলে বসে আছে তাদের বাজার খারাপনা ।

আর আম জনতার খবর কি আর বলবো তার চেয়ে আসুন তাদের জন্য দুফোটা ট্যাপের পানি ফেলি ( চোখের পানির বেইল নাই) পুনশ্চ : ব্যাক্তি আক্রমনের গ্যাড়াকলের ভয় আছে তাই কোন উদাহরন দিলাম না । অতী কৌতুহল জাগলে ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।