আমাদের কথা খুঁজে নিন

   

আপনাতে-



জীবন য্যানো গুলিস্থানের মোড়- পায়না খুঁজে বেরিয়ে যাবার দ্বোর, একটু চলে একটু থামে-একটু পিছে একটু আগে- খুঁজতে থাকে একটু সুখের ডোর-। বাস্তবতা এমন ক্যানো হয়- ভুল ছাড়া তার আরকি কিছু নেই-! একটু চেয়ে একটু পেয়ে-একটু নিতে একটু দিতে- কাটেনা আর অমানিশার ঘোর-। তবুও য্যানো জীবন থামার নয়- নিত্য নতুন বাঁচার এ প্রত্যয়, একটু সুখে একটু দুখে-একটু জেগে একটু ঘুমে- মনের মাঝে আশা করে ভর-। প্রেম এখানে স্নিগ্ধ মরিচিকা- মন সে খোঁজে দেহের উষ্নতা, একটু পেয়ে একটু দিয়ে-একটু নিতে আপন করে- আপন হাতে ভাঙ্গি নিজের ঘর-। এই ভূবণে আপন সেও পর- তবু অচেনারে চিনতে নিরন্তর, একটু ভুলে একটু দুলে-একটু দূরে একটু কাছে- নিজের বিবেক নিজের অনুচর-। ক্লান্ত আমার যাযাবর এ মন- নিজের ঘরে নিজেই বেদুইন, একটু তুলে একটু ফেলে-একটু পিয়ে একটু ছুঁয়ে- এই জীবন জুড়ে দুঃখ নিরন্তর-।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।