আমাদের কথা খুঁজে নিন

   

স্পিকারের চেয়ারে প্রথম নারী সানজিদা খাতুন

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

খবরটি ১৭-০৬-২০১০ তারিখের দৈনিক আমার দেশ পত্রিকা থেকে নেয়া। আসাদুজ্জামান সম্রাট: প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খাতুন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করার সুযোগ পেলেন। গতকাল বুধবার আসরের নামাজের বিরতির পর শুরু হওয়া অধিবেশনে স্পিকারের চেয়ারে বসে তিনি অধিবেশন পরিচালনা করেন। এসময়ে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান। প্রসঙ্গত নবম জাতীয় সংসদের চলতি পঞ্চম অধিবেশনে স্পিকারের মনোনীত সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য তিনি। সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রগামিতায় থাকা সভাপতিমণ্ডলীর সদস্যরাই সংসদ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.