আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছড়া লিখার প্রয়াস_১

প্রত্যেকে মোরা পরের তরে সব কিছুর নাম থাকতে হয় না। ------------------------------------ সস্তা জীবন সস্তা কথা, গড়ে উঠা মিথ্যে কথা, তবুও যে সে পায়না ব্যথা, তার যে অনুভতিই ভোতা। বলছে হেসে মোড়লরা সব, যাই বলি তাতে করবিরে রব, গাধার মতন তাতেই সরব। মরছে তারা রাস্তা ঘাটে, তবুও তার মুখ না ফাটে, জীবন তো তার সস্তা বটে, এমন কত কিছুই ঘটে। দেবালয়ের দেবতা তারা, যা বলবে তাতেই সাড়া, না হলে কিন্তু মুখে পাড়া, অন্তত একটিবার তোরা রুখে দাড়া । ---------------------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।