আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিলের জালে ১ গোল। ধন্যবাদ ডুঙ্গা!



গতকাল ব্রাজিল ভাল খেলেছে না খারাপ খেলেছে সেটার বহু পর্যালোচনা ইতিমধ্যে হয়ে গেছে। যে যার অবস্থান থেকে তার ব্যাখ্যা দিয়েছেন। আমি ডুঙ্গাকে ধন্যবাদ দিতে চাই অন্য একটি কারনে। পৃথিবীর সবাই জানে যে ব্রাজিল কোনদিনও ডিফেন্সিভ খেলা খেলে না। সাম্বার তালে তালে ফুটবলের ছন্দই তাদের মুল অস্ত্র।

আর এই ছন্দিয় খেলার জন্যই আমার মত লক্ষ লক্ষ দর্শক ব্রাজিলের খেলার চরম ভক্ত। ডুঙ্গা নিজে একজন ডিফেন্ডার। এবং এবার সবাই ধরে নিয়েছিল যে ব্রাজিলের সেই ছন্দিয় খেলা এবার আর হয়তো চোখে পরবে না। রোনালদিনহো কে বাদ দিয়ে এমনিই ডুঙ্গা সবার বিরাগভাজন। তার পর আর যদি ছন্দময় খেলা বাদ দিয়ে ডিফেন্সিভ খেলা খেলায় তবে সেটা হতো আরো বিরক্তিকর।

ব্রাজিল ২ টা গোল দেবার পরও যখন ১ টা গোল খেয়েছে আমি মোটেও অখুসি হইনি। অখুসি হইনি এই জন্য যে ব্রাজিল অন্তত ডিফেন্সিভ খেলা খেলে নাই। গতকালের খেলায় তাদের নিজেদের ভিতর খেলার সমন্বয়ও আমার ভাল লেগেছে। কিছু ভুল ত্রুটি তো থাকবেই। তবে ভুলগুলো অন্যসব দলের(!) চেয়ে অনেক কম ছিল।

আমার সোজা সরল কথা হল- এই পর্যন্ত যে কয়টি খেলা হয়েছে সে হিসেবে জার্মানী ও ব্রাজিলই এই পর্যন্ত সবচেয়ে পজেটিভ ফুটবল খেলেছে। কোরিয়ার অমন ৮-২ ফরমেশনের মাঝেও যে ব্রাজিল ছন্দ হারায়নি সে জন্য হাজার বার ধন্যবাদ ডুঙ্গাকে। * মাঠের ভিতর ম্যারাডোনার মত তিরিং বিরিং না করে ভদ্রতা বজায় রাখার জন্য ডুঙ্গাকে অতিরিক্ত একটি ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।